Monday, December 8, 2025
HomeEntertainmentSubhashree Ganguly: লালশাড়িতে শুভশ্রী গ্রীষ্মের দাবদাহে আরও তাপ বাড়াচ্ছেন

Subhashree Ganguly: লালশাড়িতে শুভশ্রী গ্রীষ্মের দাবদাহে আরও তাপ বাড়াচ্ছেন

- Advertisement -

আধুনিক বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। তাঁকে নিয়ে নতুন করে বলার কিছু নেই তাঁর অভিনয় প্রতিবেশীর সাথে আমরা সকলেই পরিচিত।

২০০৭ সালে পিতৃভূমি চলচ্চিত্রে সুপারস্টার জিতের নায়িকা হিসেবে প্রথম দেখা গিয়েছিল শুভশ্রী গাঙ্গুলীকে। তাঁরপর থেকে একের পর এক ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন তিনি চ্যালেঞ্জ, খোকা ৪২০, পরিনিতা, পরান যায় জ্বলিয়া রে-এর মত সিনেমা উপহার দিয়েছেন আমাদের সকলকে।

   

তাই অভিনেত্রীর অভিনয় প্রতিভা নিয়ে নতুন করে বলার কিছু নেই। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি সম্পতি জি বাংলা জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। আর সেখানেও নিজের দক্ষতা সাবলীল ভাবে কাজ করে চলেছেন তিনি।

সম্পত্তি ওটিটি প্ল্যাটফর্ম হইচই এ মুক্তি পেয়েছে ইন্দুবালার ভাতের হোটেল যেখানে অর্থাৎ ইন্দুবালার চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর সেই অভিনয় যে দর্শকদের নজর কেড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। অভিনয় জীবনে পাশাপাশি তিনি তাঁর ব্যক্তিগত জীবনেও একইভাবে সফল ২০১৮ সালে পরিচালক রাজ চক্রবর্তীর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন তিনি বর্তমানে তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। যাকে নিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন মুহূর্তের ভিডিও ভাগ করে নেন সকলের সাথে অভিনেত্রী।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

সম্প্রতি আরো কিছু ছবি অভিনেত্রী ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমের পাতায়। যেখানে দেখা যাচ্ছে লাল শিফনের শাড়িতে নিজের রূপের জেল্লা প্রকাশ করছেন অভিনেত্রী। আর তাতে অভিনেত্রীকে স্বর্গের অপ্সরীদের থেকে কম কিছু লাগছে না। শুধু তাই নয়, পাশাপাশি লাল স্লিভলেস ব্লাউজে প্রকাশ পেয়েছে বক্ষ। অন্যদিকে রয়েছে মানানসই মেকআপ, যা অভিনেত্রীর রূপকে আরও বাড়িয়ে তুলেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular