Babli: কোলের মেয়েকে বাড়িতে রেখে শুটিংয়ে ব্যস্ত রাজ-শুভশ্রী!

Babli

Babli: বাচ্চাদের রেখে এবার কাজে মনোযোগ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির! তাও আবার নতুন চরিত্রে! বরাবরই টলিপাড়ায় ‘সুপার মম’ হিসেবে খ্যাত অভিনেত্রী শুভশ্রী। একদিকে মায়ের দায়িত্ব এবং অপরদিকে অভিনয়ের ভারে নিজেকে অনেকটাই ব্যালেন্স করে নিয়েছেন তিনি। তাইতো মেয়ের বয়স ১ মাস হতে না হতেই আবার কাজে ফিরলেন তিনি।

গত রবিবার সকালেই ‘বাবলি’র লুক সেট সারতে হাজির হয়ে গিয়েছিলেন শুভশ্রী। তাও আবার একদম নো-মেক আপ লুকেই। পরনে সাদা কুর্তা এবং চুলটা ছিল এলোমেলো। এসইউভি থেকে নেমেই পাপারাৎজিদের সঙ্গে সৌজন্য বিনিময় সারলেন নায়িকা। ইয়ালিনি কেমন আছে প্রশ্নের জবাবে শুভশ্রী জানান, ইয়ালিনি ভালো আছে। ইউভানও খুব ভালো আছে। এদিন তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে একাধিক ছবি পোস্ট করেন তিনি। সেখানে মুখের দাগ-ছোপ কিছুই লুকোলেন না নায়িকা।

   

নতুন বছরের ঠিক শুরুতেই শুভশ্রী ও রাজ নতুন ছবি আগমনের আভাস দিয়েছেন। পরে রাজের প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল যে, ১০ বছর পর আবারও একসঙ্গে ফিরছেন রাজ ও আবির। আর এবারই প্রথমবার জুটি বাঁধছেন আবির-শুভশ্রী। তবে কান পাতলে শোনা যাচ্ছে এটি জি ফাইভে মুক্তি পাবে। কিন্তু ‘বাবলি’ সিরিজ নাকি সিনেমা সেকথা এখনও স্পষ্ট করেননি রাজ। পাশাপাশি হিন্দিতে ‘পরিণীতা’ তৈরি হচ্ছে বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত, বিখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ-র সাহিত্যকর্ম এর আগেও বহুবার বড়পর্দায় সিনেমা হয়ে উঠে এসেছে। এবার পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে প্রকাশ্যে আসতে চলেছে ‘বাবলি’। গত বছর পরিচালক রাজ চক্রবর্তীর জি ফাইভে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’ও দারুণ সারা ফেলেছিল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন