Subdhasree-Riddhi: ‘রোম্যান্সের পর শুভশ্রীদি আর আমি দু’জনের হাসতাম’

‘বিসমিল্লা’-র সৌজন্যে প্রথমবার জুটিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ঋদ্ধি সেন (Subdhasree-Riddhi)। বাঁশি, সুর, অসমবয়সী প্রেম আর অদৃষ্ট, মিলেমিশে একাকার ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘বিসমিল্লা’ ছবিতে। সদ্য মুক্তি…

Subdhasree-Riddhi

‘বিসমিল্লা’-র সৌজন্যে প্রথমবার জুটিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ঋদ্ধি সেন (Subdhasree-Riddhi)। বাঁশি, সুর, অসমবয়সী প্রেম আর অদৃষ্ট, মিলেমিশে একাকার ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘বিসমিল্লা’ ছবিতে। সদ্য মুক্তি পেয়েছে এছবির টিজার। যা প্রকাশ হওয়ার পরই উঠছে প্রশ্ন এছবির গল্প কি শ্রীকৃষ্ণ, শ্রীরাধিকা আর রুক্মিণীর?

ঋদ্ধির কথায়, ‘বাংলায় অসম প্রেমের গল্প একটু কম রুপোলি পর্দায় তুলে ধরা হয়। বিদেশে ছবিতে আমরা প্রচুর এই ধরণের গল্প দেখেছি। ‘বিসমিল্লা’-ও বোঝায় প্রেমের কোনও বয়স হয় না। শুভশ্রীদি সহ অভিনেত্রী হিসেবে ভীষণ ভালো। শ্যুটিং করতে গিয়ে এমন অনেক শট দেওয়া হয়েছে যেগুলো আগে থেকে পরিকল্পিত ছিল না। আমি আর শুভশ্রীদি প্রায় প্রত্যেক রোম্যান্টিক শট দেওয়ার পরে হাসাহাসি করতাম। আর শুভশ্রীদির অভিনয় ক্ষমতা দারুণ। এই ছবিতে আমার আর শুভশ্রীদির চরিত্রের সঙ্গে রাধা আর কৃষ্ণের অনুসঙ্গ রয়েছে।’

‘বিসমিল্লা’ সুরে বাঁধা এক অসম বয়সী প্রেমের। এই গল্পকে ঘিরে রয়েছে সানাই আর বাঁশির সুর। আর পর্দায় সঙ্গীতশিল্পীর চরিত্রে অভিনয় করার জন্য সানাই শিখতে হয়েছে অভিনেতাকে। রাধা-কৃষ্ণের প্রেমের অনুসঙ্গে মোড়া এই গল্প মুক্তি পাবে জন্মষ্টমীর সময়, তেমনটাই চেয়েছিল টিম ‘বিসমিল্লা’। সেই মতোই অগাস্ট মাসেই পর্দায় মুক্তি পাবে এই ছবি।

কলকাতা ও পুরুলিয়া মিলিয়ে ছবির শ্যুটিং হয়েছে। এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে ঋদ্ধি ও শুভশ্রীকে। ‘বিসমিল্লা’ ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋদ্ধি সেন , কৌশিক গঙ্গোপাধ্যায় , বিদীপ্তা চক্রবর্তী , শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য ও গৌরব চক্রবর্তীকে । এই প্রথম শুভশ্রীর বিপরীতে জুটি হিসেবে দেখা যাবে ঋদ্ধিকে। এই ছবির প্রযোজনায় রয়েছেন কলাইডারস্কোপ সংস্থা। গানের দায়িত্বে রয়েছেন শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং ও অন্যান্যরা।