Rahul-Priyanka: ‘নতুন শুরু’ ফের একসঙ্গে রাহুল-প্রিয়াঙ্কা

মাঝে চলে গিয়েছে অনেকগুলি বছর। নদীর দুই তীরের বাসিন্দা হয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা (Rahul-Priyanka)। বাস্তবে তো দূরের কথা পর্দাও একসঙ্গে দেখা যায়নি তাঁদের। কিন্তু এবার নদীর দু’পাড়কে…

Rahul and Priyanka

মাঝে চলে গিয়েছে অনেকগুলি বছর। নদীর দুই তীরের বাসিন্দা হয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা (Rahul-Priyanka)। বাস্তবে তো দূরের কথা পর্দাও একসঙ্গে দেখা যায়নি তাঁদের। কিন্তু এবার নদীর দু’পাড়কে সেতু দিয়ে বাঁধলেন সহজ। বাবার প্রথম পরিচালনায় প্রথম রুপোলি পর্দায় পা রাখবে ছেলে সহজ। আর এই সমস্ত প্রথমের খাতিরেই ফের এক ফ্রেমে রাহুল প্রিয়ঙ্কা। দর্শকদের মনে কি উস্কে উঠল ‘চিরদিনই তুমি যে আমার’-এর স্মৃতি।

এছবিতে একসঙ্গে হতে চলেছে বাবা ছেলের হাতেখড়ি। ক্যামেরার পিছনে থাকছে পিতা। আর ক্যামেরার সামনে পুত্র। পিতা-পুত্রের এই জুটি নিয়ে তোলপাড় পরে গিয়েছে টলিপাড়ায়। ‘কলকাতা ৯৬’ এখন টলিপাড়ার হট টপিক।

চলতি মাসের শেষের দিকে, ২৫ তারিখ থেকেই শুরু হবে ছবির শ্যুটিং। আজ ছবির চিত্রনাট্য পড়া ছিল। আর সেখানেই ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন প্রিয়ঙ্কা। অবশ্যই ছিলে ছবির পরিচালক রাহুলও। রানা সরকারের পোস্ট শেয়ার করে রাহুল লিখেছেন, ‘নতুন শুরু’

প্রথম বার ছবি পরিচালনা করতে চলেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ছেলে সহজ অভিনয়ের প্রথম পাঠ শিখবে। ক্যামেরার পিছনে আসার প্রস্তুতি অনেক দিন ধরেই নিচ্ছেন রাহুল। এই ছবি রাহুলের কাছে অনেক দিক থেকেই স্পেশ্যাল। প্রথম পরিচালনা তো বটেই, উপরি পাওনা সহজকে নির্দেশনা দেওয়া। ‘কাহিনিতে সহজের বয়সের একটা চরিত্র রয়েছে। তাই ওকে নেওয়ার কথা ভাবলাম।’ ছেলের ডেবিউ নিয়ে প্রিয়াঙ্কা সরকারের প্রতিক্রিয়া কী? রাহুল বললেন, ‘‘ও খুশি। বাবার ছবি দিয়েই ছেলের হাতেখড়ি হওয়ায় বেশি খুশি।’’

ছবির গল্পের জন্য প্রয়োজন ছিল এক শিশুর চরিত্রের। রাহুল সেই চরিত্রের জন্যই বেছে নিয়েছেন সহজকে। ছেলেকে নির্দেশনা দিতে পেরে দারুণ খুশি অভিনেতা। রাহুলের কাছে ‘কলকাতা ৯৬’ শুধু প্রথম ছবি নয়, ছেলের প্রথম অভিনয়ের কারণেও স্পেশাল হয়ে থাকবে।

এদিকে প্রিয়ঙ্কা জানিয়েছিলেন, গরমের ছুটিতে সহজের শ্যুটিং শুরু হওয়ার কথা। আর এই শ্যুটিং নিয়ে সহজ এতটাই উৎসাহী যে বন্ধুদের অনেককেই বলেছে যে সে ছবির কাজ করবে। সেইসঙ্গে প্রিয়ঙ্কা মজা করেই বলেছিলেন যে সহজের কাছে শ্যুটিংটা এখনও মজার জিনিস বলেই মনে হচ্ছে। কারণ ও শ্যুটিংয়ের কষ্টকর দিকটা দেখেনি। সেটা দেখলেই ও বুঝতে পারবে শ্যুটিং মানে কেবল মজা নয়, অনেকটা কষ্টও করতে হয়।

‘কলকাতা ৯৬’ ফুটে উঠবে তিন দিনের গল্প। দক্ষিণ কলকাতার এক পরিবারে তিনটে দিন যা ঘটে যায়, তাই এই ছবিতে দেখানো হবে। রাহুল আরও জানান, ১৯৯৬ সালে ২২ জুন সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসে সেঞ্চুরি করেছিল। যা বাঙালির আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিল। লড়াই করতে শিখিয়েছিল। আমার এই ছবিতে এই ঘটনা অনুঘটকের মতো কাজ করবে। তবে ‘ এটা সৌরভের বায়োপিক নয়, একেবারেই সাধারণ মানুষের গল্প’ তা আগেই জানিয়েদিয়েছেন রাহুল।