Sritama: অন্যের বিয়ে দেখে মন খারাপ শ্রীতমার

শীতকাল মানে নলেনগুর , শীতকাল মানে কমলালেবু। আবার শীতকাল মানেই বিয়ের মরশুম। জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে আসে প্রচুর বিয়ে বাড়ির নিমন্ত্রণ । বাফেটে পাঁঠার মাংসের হাড় চিবাতে চিবাতে নিজের ও বিয়ের কথা মনে হয় অনেকেরই। আবার অনেক সিঙ্গেলরা এইসময় একাকিত্বে ভুগতে শুরু করে। তবে এসমস্ত ছাড়াও যে শীতকালীন সমস্যায় মানুষ ভোগে তা হল সর্দি ,কাশি ,জ্বর। এই সময় নিত্যদিনের এই এক রোগ লেগেই রয়েছে। এমনকি এই সমস্যায় ভুক্তভোগী স্বয়ং অভিনেত্রী শ্রীতমা(Sritama)।

Advertisements

নিজেই জানালেন নিজের ইনস্টাগ্রাম মারফত। শীতকালে লোকে যখন প্রেম করে ,বিয়ে করে তখন সে ভোগেন জ্বর সর্দি কাশিতে। এই নিয়ে তার দুঃখের নেই কোন শেষ। নিজের এই দুঃখের কথা জানান একটি রিলের মাধ্যমে ।

   

সম্প্রতি অন্যান্য অভিনেত্রীদের মতনই রিল জগতে যথেষ্ট পরিচিতি রয়েছে শ্রীতমার। সম্প্রতি এই রিল বানিয়ে নতুন বিনোদন দিয়েছেন তিনি তার ভক্তদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements