সম্প্রতি তাঁর সোশাল মিডিয়াতে একটি ফটোশুট করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। ‘ব্যাড নিউজ’ ছবির গান ‘তওবা তওবা’ (Tauba Tauba) গানটি ইতিমধ্যেই জনোপ্রিয়তা পেয়েছে। প্রশংসিত হয়েছে ভিকি কৌশলের (Vicky Kaushal) নাচও। এই বার এই গানটিকে ব্যাপার করে একটি ফটোশুট করতে দেখা গেল অভিনেত্রীকে।
বুধবার সোশাল মিডিয়াতে একটি ফটোশুটের ভিডিও শেয়ার করেছেন চিত্রগ্রাহক তথাগত ঘোষ (Tathagata Ghosh)। ভিডিওতে একটি নীল টপ এবং সবুজ রঙের ট্রাউসার পরে আসেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। এরপরেই করা হয় মেকাপের। ছবি তোলার সময় শ্রাবন্তীর চুল ছিল খোলা এবং তাঁর গায়ে ছিল একটি কালো জ্যাকেট, কালো টপ এবং কালো তুষার। অভিনেত্রীর গলায় ছিল লম্বা রুপোর হার এবং হাতে রুপোর বলা। এদিন ফটোশুটের ছবিগুলি পোস্ট করেছেন শ্রাবন্তীও। পোস্টার ক্যাপশনে লিখেছেন, “ক্লাসি, স্যাসি, এবং একটু অ্যাসি। “
এই ফটোশুটে অভিনেত্রীর (Srabanti Chatterjee) চুল এবং মেকাপের দায়িত্বে ছিলেন নবীন। তাঁর গয়নাগুলি স্পনসর করেছে ননী। শ্রাবন্তীর এই দিনের পোশাক ডিসাইন করেছেন অয়ন হরে। নবীন ছাড়াও এই ফটোশুটে কাজ করেছেন আরেক মেকাপ আর্টিস্ট নূর এলাম বাবাই। শ্রাবন্তীর ফটোশুটের ভিডিওটি রেকর্ড করেছেন আবির। ফটোশুটের রিলটিতে ব্যবহৃত হয়েছে ব্যাড নিউজ’ ছবির গান ‘তওবা তওবা’। এই গানে নেচেছেন ভিকি কৌশল (Vicky Kaushal)। গানটি গেয়েছেন করণ আউজলা। রিলেটির বাকি অংশে মেকাপের পর নানান ভঙ্গিতে পোজ দেন শ্রাবন্তী। কখনও বসে, কখনও দাঁড়িয়ে, কখনও হাঁসি মুখে পোজ দিয়েছেন অভিনেত্রী। একটি দরসে তাঁর চোখে ছিল কালো চশমা। শট দিয়ে ছবিগুলি দেখেও নেন নিজে। শ্রাবন্তীর একটি চোখ মারা দৃশ্য দিয়ে এসে হয় রিলটি।
View this post on Instagram
সম্প্রতি শ্রাবন্তী শেষ করেছেন ‘দেবী চৌধুরানী: দ্য আনন্দিত কুইন অফ বেঙ্গল’ (Devi Chowdhurani : The Bandit Queen of Bengal) এর কাজ। শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্র প্রফুল্লর ভূমিকায় রয়েছেন তিনি। প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee) এবং শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত ‘দেবী চৌধুরানী: দ্য বন্দিত কুইন অফ বেঙ্গল’ ইন্দো-ইউকে সহ-প্রযোজনার মর্যাদা পাওয়া প্রথম বাংলা ভাষার চলচ্চিত্র হয়েছে । পিরিয়ড ড্রামাটিতে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী (Sabysachi Chakraborty), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), দর্শনা বনিক (Darshana Banik), বিবৃতি চ্যাটার্জি (Bibriti Chatterjee) এবং কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। সেপ্টেম্বর মাসে মুক্তির কথা রয়েছে ছবিটির।