আবারও সম্পর্কে চিড়! অভিরূপের সঙ্গে সম্পর্ক ভাঙায় মুখ খুললেন শ্রাবন্তী

টলিউডের গসিপ লিস্টে বরাবরই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) নাম থাকেই। পেশাগত জীবনের থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের কারণে সোশ্যাল মিডিয়ায় চর্চার তুঙ্গে থাকেন অভিনেত্রী।…

Srabanti Chatterjee

টলিউডের গসিপ লিস্টে বরাবরই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) নাম থাকেই। পেশাগত জীবনের থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের কারণে সোশ্যাল মিডিয়ায় চর্চার তুঙ্গে থাকেন অভিনেত্রী। তার ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই সমালোচনা হয়ে থাকে। বিশেষ করে তার বৈবাহিক জীবন নিয়ে চর্চা চলতেই থাকে। তৃ তীয় বিয়ে ভাঙতে না ভাঙতে অভিনেত্রী নতুন প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল টলিপাড়ায়, যা নিয়ে সমালোচনার ঝড় বয়েছিল।

অভিনেত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক লেগেই রয়েছে। এছাড়াও প্রেমিকের সঙ্গে মাঝে মধ্যেই কাজের চাপ কম থাকলে কলকাতা থেকে দূরে চলে যান ঘুরতে। কখনো পাহাড়, কখনো সমুদ্র এদিক ওদিক ঘুরে আসেন অভিনেত্রী।

   

তবে এখন টলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এক অন্য সুর। শোনা যাচ্ছে প্রেমিক অভিরুপ নাগ চৌধুরীর সাথে নাকি সম্পর্কে ফাটল ধরেছে শ্রাবন্তীর। যদিও এই বিষয়ে এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছেন যে, ‘আমরা একই আবাসনে থাকি। এখনও ভালো বন্ধু। কোনও বিচ্ছেদ হয়নি। অভিরূপের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমি’।

শ্রাবন্তী মাত্র ১৬ বছর বয়সে রাজীব বিশ্বাস কে ভালোবেসে বিয়ে করেছিলেন। এরপর পুত্র অভিমন্যুর জন্ম। তার কয়েকবছর পরেই ২০১৬ সালে কাগজে কলমে দুজনের বিবাহ বিচ্ছেদ ঘটে। ওই বছরই আবার পেশায় মডেল কৃষাণ বিরাজকে বিয়ে করেন অভিনেত্রী।

কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সেই সম্পর্কে ভাঙন ধরে। এরপর ২০১৯ সালের জুন মাসে রোশন সিং-এর সঙ্গে হঠাৎই সাতপাকে বাঁধা পড়েন নায়িকা। কিন্তু শেষমেশ সেই তৃতীয় বিয়েও টেকেনি। ২০২০ সালের অক্টোবর থেকে আলাদা থাকছেন দুজনে, এমনকি চলছে ডিভোর্সের মামলা। তবে এবার কি অভিরুপের সাথেও সম্পর্কে চিড় ধরলো শ্রাবন্তীর!! এই নিয়ে চলছে জোরদার জল্পনা।