হাইকোর্টে দারস্থ হলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন! হঠাৎ কী হল?

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে (Allu Arjun) নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে বরাবরের। তার ছবির মুক্তির অপেক্ষায় থাকেন সব অনুরাগীরা। আল্লু অর্জুনকে স্টাইলিস্ট সুপারস্টারও বলা হয়।…

Allu-arjun

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে (Allu Arjun) নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে বরাবরের। তার ছবির মুক্তির অপেক্ষায় থাকেন সব অনুরাগীরা। আল্লু অর্জুনকে স্টাইলিস্ট সুপারস্টারও বলা হয়। বর্তমানে আল্লু ব্যস্ত রয়েছেন তার বহুল প্রতিক্ষিত ছবি ‘পুষ্পা: দ্য রুল ‘ (Pushpa 2: The Rule) । এই ছবির টিজার এবং একটি গান মুক্তি পেয়েছে যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফলেছে। আগামী ৬ ডিসেম্বের বড় পর্দায় মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’ (Pushpa 2: The Rule) । তবে ছবির মুক্তির আগে হাইকোর্টে দারস্থ হলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun) । হঠাৎ কী হল অভিনেতার।

আসেল দক্ষিণ সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun) ২০২৪ সালের অন্ধ্র প্রদেশের লোকসভা নির্বাচনের সময় লাইমলাইটে এসেছিলেন। কারণ নির্বাচনের ৪৮ ঘন্টা আগে আল্লু তার ঘনিষ্ট বন্ধু বিধায়ক শিল্পা রবির বাড়িতে তার সঙ্গে দেখা করতে এবং তাঁকে সমর্থন জানাতে তার বাড়িতে গিয়েছিলেন। সেই সময়ে স্থানীয় মানুষজন জানতে পারেন শিল্পার বাড়িতে আল্লুর আগমনের কথা ৷ প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে বিধায়কের বাসভবনের বাইরে ভিড় জমান তাঁরা। ভিড়ে জমে যায় নির্বাচনী এলাকায় ৷ ফ্যানেদের আশা মেটাতে আল্লু (Allu Arjun) তাঁর স্ত্রী স্নেহা রেড্ডি, শিল্পা রবি এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ‘পুষ্পা, পুষ্পা’ উচ্চারণ করে বারান্দায় পৌঁছন ৷

   

এদিকে নির্বাচনের 48 ঘণ্টা আগে ভিড় জমে যাওয়ায় আল্লু অর্জুনের (Allu Arjun) বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে ৷ ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় স্থানীয় টু টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল । নির্বাচনী বিধিভঙ্গের ১৪৪ ধারা এবং এপি পুলিশ আইনের 31 নম্বর ধারায় টলি অভিনেতা এবং ওয়াইএসআরসিপি বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল । এবার এই মামলা থেকে স্বস্তি পেতে হাইকোর্টে দারস্থ হয়েছেন আল্লু অর্জুন।

আল্লু অর্জুন (Allu Arjun) এই বিষয়ে স্পষ্ট করেছেন যে তার উদ্দেশ্য ভুল ছিল না এবং তিনি শুধুমাত্র তার বন্ধুকে সমর্থন করার জন্য জনসভায় অংশ নিয়েছিলেন। এখন অভিনেতা হাইকোর্টে আবেদন করেছেন যে তার বিরুদ্ধে চলমান মামলাটি বাতিল করা হোক। আল্লু অর্জুনের (Allu Arjun) এই মামলার শুনানি হবে আগামীকাল অর্থাৎ ২২ অক্টোবর ২০২৪-এ। এখন দেখার বিষয় এ বিষয়ে আদালতে কী রায় দেয়।

উল্লেখ্য,বহুপ্রতীক্ষিত সিক্যুয়েল ছবিগুলির অন্যতম সুকুমার পরিচালিত অল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল অভিনীত ‘পুষ্পা: দ্য রুল’ (Pushpa 2: The Rule) এই ছবি নিয়ে দর্শদের মধ্যে উন্মাদনার পারদ একেবারে তুঙ্গে। আগামী ৬ ডিসেম্বর এই ছবি মুক্তি পেতে পেল বক্স-অফিসে ঝড় তুলবে তা বলাই বাহুল্য।