সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের কাছে সিনেমা মানেই দক্ষিণ ভারতের ছবি। কারণ দক্ষিণ ভারতের ছবির মধ্যে বরাবরই রয়েছে অন্য ধরনের চিন্তা ভাবনা। ছবির গল্প থেকে শুরু করে দৃশ্য এমনকি অ্যাকশন যা সকলের মন নয় করে নেয়। আর বর্তমানে দক্ষিণ ভারতের ছবি বলতেই প্রথমে মনে পড়ে রশ্মিকা মন্দনার (Rashmika Mandanna) নাম। হ্যাঁ, বর্তমানে তরুণ প্রজন্মের কাছে তিনিই হয়ে উঠেছেন হার্ডথ্রব। তাঁর অভিনয়ের পাশপাশি রূপের মহিমায় সকলেরই স্তম্ভিত। ঠিক সেই কারনেই রশ্মিকা পাগল হয়ে উঠেছেন সকলে।
মিশন মজনু থেকে শুরু করে সামি সামি সবেতেই স্বমহিমায় নজর কেড়েছেন সকলের। আর এই গানের মাধ্যমে তিনি সকলের চোখে হয়ে উঠেছেন আইকন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি সমান ভানে সক্রিয়। তা অবশ্য তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলেই বোঝা যায়। মাঝে মধ্যেই নিজের ছবি এবং নাচের ভিডিও শেয়ার করে নেন তিনি তাঁর ভক্তদের সাথে। আর সেখানে রশ্মিকা ভক্তদের কমেন্টের বন্যা চোখে পরে স্বাভাবিক ভাবেই।
তবে তাঁর হাতে দেখা মেলে একটি ট্যাটু। যার অর্থ সকলের কাছেই অজানা। অনেকে আবার বলেন তাঁর প্রেমিকের নাম লিখেছেন তিনি। কিন্তু তা আদৌ নয়, সে কথা অবশ্য তিনি নিজেই খোলসা করেছেন সকলের সামনে। তাঁর হাতে যেটি ট্যাটু করা রয়েছে সেটি হলো ইংরেজি শব্দ ইরিপ্লেসেবল যার বাংলা অর্থ অপরিবর্তনীয়। অর্থাৎ সকলেই যে নিজের কাছে অপরিবর্তনশীল সেটা বোঝাতেই হাতে এমন উল্কি এঁকেছেন অভিনেত্রী।