বাঙালি মেয়ে শ্রীজিতার (Shreejita Banerjee) বন্দ্যোপাধ্যায়ে গল্পটা খানিকটা আর পাঁচটা মডেলিং জগতের মেয়ের মতো হলেও, এটা আদতে একটা স্বপ্নের উড়ান। একটি বেসরকারী স্কুলের শিক্ষকতা করতে করতে হঠাৎ যেন মডেলিং দুনিয়ায় প্রবেশ। তবে বিষয়টা হঠাৎ নয়। সবটাই ধীর গতিতে এবং খুব সন্তর্পণে। বাঙালি বাড়ির বউ হয়ে মডেলিং! এই বিষয়ে সমাজ এখনও ট্যাঁরা চোখে দেখলেও, নিজের গণ্ডি ভেঙে বাইরে বেরিয়ে শ্রীজিতা দেখিয়ে দেখিয়ে দিয়েছেন তিনিও পারেন। তাঁর সোশ্যাল মিডিয়ার অনুগামীদের ভিড়। শুধু তাই নয়, তিনি এখন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মডেলিং নিয়ে ক্লাস করাতে যান এবং মডেলিং বিষয়টাকে নিয়ে ‘ট্যাবু’ দূর করতে সাহায্য করেন।
মডেলিং জগতে তাঁর প্রাপ্তির তালিকা দীর্ঘ। ২০১৯ সালে পেয়েছেন মিসেস ইউনিভারসের খেতাব। এছাড়া ২০১৮ সালে পেয়েছেন মিসেস রায়গড়। এছাড়াও পেয়েছেন নভি মুম্বই ড্যান্স কুইনের খেতাব। ২০২৪ সালে সদ্য পেয়েছেন বঙ্গ নারী সম্মান। তাঁর ঝুলিতে রয়েছে নামীদামী ব্র্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। একটি বাংলা সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। তিনি জানালেন যে, ‘ আমার সিনেমায় কাজ করার ইচ্ছে আছে। সেইরকম ভাল চরিত্রের সুযোগ পেলে অবশ্যই অভিনয়ে আসব।’ কিন্তু এই মুহূর্তে তিনি মডেলিংকেই পেশা এবং নেশা হিসেবে বেছে নিয়েছেন। শ্রীজিতার কথায়, ‘ অভিনয় এবং মডেলিং দুটো আলাদা বিষয়। কেউ অভিনয় জানলেই যে মডেলিং করতে পারবে আবার মডেলিং জানলেই যে অভিনয় করতে পারবে এমনটা নয়।’
দাদার বিয়ে দিয়ে মায়ের ইচ্ছেপূরণ করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য
এখানেই শেষ নয়, তাঁর নিজের একটা প্রোডাকশন হাউস খোলার পরিকল্পনা করেছেন বলে জানালেন। ইতিমধ্যে তিনি প্রচুর জায়গায় গ্রুমিং-এর কাজ করছেন এবং ভবিষ্যতে সারা দেশে বিভিন্ন প্রান্তে গ্রুমিং করতে ইচ্ছুক। তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলেও জানান।