Job Scam: ইডির প্রশ্নের জালে সায়নী, তণমূল যুবনেত্রীর উত্তরে ধোঁয়াশা

নিয়োগ দুর্নীতির তদন্তে (job scam) ইডি জেরায় শুক্রবার নির্ধারিত সময়ের আগেই হাজিরা দেন তৃণমূল কংগ্রেস যুব নেত্রী (Saayoni Ghosh) সায়নী ঘোষ। দলের শীর্ষস্তরে তিনি বার্তা…

নিয়োগ দুর্নীতির তদন্তে (job scam) ইডি জেরায় শুক্রবার নির্ধারিত সময়ের আগেই হাজিরা দেন তৃণমূল কংগ্রেস যুব নেত্রী (Saayoni Ghosh) সায়নী ঘোষ। দলের শীর্ষস্তরে তিনি বার্তা পাঠান যে আজ নির্দিষ্ট সময়ে তিনি ইডি জেরায় হাজিরা দেবেন। তবে সায়নী কোথায় আছেন তা স্পষ্ট ছিল না। ১২ টা থেকে শুরু হয়েছে ইডি জেরা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, অভিনেত্রী-তৃণমূল নেত্রী সায়নী ঘোষ ইডি আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করছেন না। সায়নী ঘোষের দেওয়া উত্তরে রয়েছে ধোঁইয়াশা।

জানা গিয়েছে যে সায়নী ঘোষের মোবাইল ফোন বাইরে‌ রেখে তবেই প্রবেশ করেন সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে। জোন -২ তে চলছে জিজ্ঞাসাবাদ। বেলা ১২ টা থেকে জেরা‌ চলছে। এখন প্রায় ৮ ঘণ্টা অতিক্রান্ত (প্রতিবেদন লেখার সময়)। প্রবেশ করার আগে পার্সোনাল ডিটেলস জমা দিতে হয় তাঁকে‌।‌

   

ইডি দফতরে ঢোকার আগে সায়নী জানান যে তিনি প্রচারে ছিলেন। সায়নী আরও বলেন যে ৪৮ ঘন্টার নোটিসে ডাকা হয়েছে তাঁকে। ফর্ম ফিলাপের পর শুরু হয় জেরা। নির্দিষ্ট ফ্ল্যাট সম্পর্কে জানতে চাইতে পারেন ইডি বলে খবর। সেই ফ্ল্যাটের তদন্ত করতে গিয়েই সায়নীর নাম হাতে আসে ইডির। কুন্তল সম্পর্কে প্রশ্ন করা হবে তাকে বলেই অনুমান। তার ইনকাম, আইটি রিটার্ন সম্পর্কীয় তথ্য চাওয়া হবে বলেই খবর।

নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত কুন্তল ঘোষকে জেরা করে সায়নী ঘোষের বিষয়ে কিছু তথ্য পায় ইডি। তার ভিত্তিতে তৃণমূল যুবনেত্রীকে জেরায় ডাকা হয়েছে। সায়নীর সম্পত্তি খতিয়ান নিয়েও সন্দিহান ইডি। আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তার আগে শুক্রবার তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষকে তলব করেছে ইডি। রাজনৈতিক মহল ছিল সরগরম। টলিপাড়াও ছিল গরম।