বছর শেষে শুরু সৌরভ গাঙ্গুলির বায়োপিকের শুটিং, কী কী চমক থাকছে ছবিতে?

এই বছরেই দূর্গা পুজোর পর আনুষ্ঠানিক ঘোষণা হবে ক্রিকেটের সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) বায়োপিক (Biopic)। ছবিটির পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। প্রযোজনার দায়িত্বে আছেন লাভ রঞ্জন…

sourav-ganguly-reveals-accident-convoy-burdwan-travel

এই বছরেই দূর্গা পুজোর পর আনুষ্ঠানিক ঘোষণা হবে ক্রিকেটের সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) বায়োপিক (Biopic)। ছবিটির পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। প্রযোজনার দায়িত্বে আছেন লাভ রঞ্জন এবং অঙ্কুর গার্গ। এর আগে শোনা গিয়েছিল যে সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana)। তবে চূড়ান্ত হয়নি সৌরভের স্ত্রী ডোনা এবং বাকি চরিত্রের অভিনেতাদের। এক নামী পত্রিকা সূত্রে খবর এই বছরের শেষে বা নতুন বছরেরই শুরু হতে পারে ছবিটির শুটিং।

এই ছবিতে একটি বিরাট অংশ জুড়ে থাকবে ইন্ডিয়া-পাকিস্তানের টেস্ট ম্যাচের (India-Pakistan Test Match) ঘটনা। ২০ বছর আগের এই ঘটনাটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সোনালী অধ্যায়ের একটি অংশ। ওই সময় দীর্ঘ ১৯ বছর পর অধিনায়ক সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) নেতৃত্বে পাকিস্তানে টেস্ট ক্রিকেট খেলতে গিয়েছিল ভারতীয় ক্রিকেটের দল। পাকিস্তানে পৌঁছোনর আগে দলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। ক্রিকেটারদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, “ম্যাচটা তো জিতবেনই, সঙ্গে দর্শকদের মন টাও জিতে আসবেন। “

ওই টেস্ট সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া আর ওয়ান ডে সিরিজ ভারত জিতেছিল ৩-২ ব্যবধানে। এই টেস্ট সিরিজটি (India-Pakistan Test Series)দেখতে প্রচুর ভারতীয়দের জন্য ভিসার ব্যব্যস্থা করেছিল তৎকালীন ভারতীয় সরকার। বাজপেয়ীর উক্তি সহ এই ঐতিহাসিক ম্যাচটি তুলে ধরা হবে সৌরভ গাঙ্গুলির বায়োপিকে।

ক্যাটরিনার জন্মদিনে এক গুচ্ছ ছবি পোস্ট করে কী লিখলেন ভিকি?

বায়োপিকের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি জানিয়েছেন যে এই ম্যাচটি পাকিস্তানেই শুটিং করতে চান চলচ্চিত্রের নির্মাতারা। তবে এর জন্য দুই দেশের সরকারের অনুমতি প্রয়োজন। আপাতত এই বিষয়ে গভীর চিন্তা করছেন নির্মাতারা। তবে তাঁরা আশাবাদী যে তাঁদের ইচ্ছেপূরণ করা সম্ভব হবে। সৌরভ গাঙ্গুলির বায়োপিক এবং ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সোনালী মুহূর্তগুলি তুলে ধরতে কোনও কার্পণ্য করতে যান তাঁরা।

Advertisements

একটি নামী পত্রিকা সূত্রে খবর এই বায়োপিকের প্রথম অংশের শুটিং করা হবে মুম্বাই শহরে এবং তাঁর পরের অধ্যায়টি কলকাতায়। ছবির একটি বিরাট অংশের শুটিং হবে লর্ডসে (Lords)। সেখানে তুলে ধরা হবে লর্ডসে সৌরভের প্রথম সেঞ্চুরি এবং ন‌্যাটওয়েস্ট জয়ের (2002 NatWest Series) পরের ব্যালকনি থেকে সেই বিখ্যাত জার্সি ওড়ানোর মুহূর্ত।

ডোনা গাঙ্গুলির ভূমিকায় এর আগে শোনা গিয়েছিল অভিনেত্রী তৃপ্তি দিম্রির নাম। সৌরভের মেয়ে সানার ব্যক্তিগত পছন্দও তৃপ্তি। শেষ অব্দি ডোনার চরিত্রে কী তৃপ্তিকেই দেখা যাবে ? উত্তরের অপেক্ষায় ক্রিকেটারের অনুরাগীরা।