Siddharth-Kiara: প্রেমের প্রথম বড়দিন সিদ্ধার্থ-কিয়ারার!

Siddharth-Kiara

Siddharth-Kiara: তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির বিয়ের পর এই প্রথম বড়দিন। বন্ধুদের ছাড়াই উপভোগ করেছেন একান্তে। সেই মুহূর্তই সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ক্যাপশন সহ তুলে ধরেছেন কিয়ারা। “মেরি ক্রিসমাস” লিখে শুভেচ্ছা জানিয়েছেন ফ্যানেদের। ছবিতে জুটিকে একটি আবেগঘন মুহূর্ত উপভোগ করতে দেখা যায়। যা দেখে খুশিতে ডগমগ নেটিজেনদের অনেকেই।

এদিন বড়দিন স্পেশ্যাল ছবিজুড়ে শুধুই মিলেছে সিদ্ধার্থ-কিয়ারার সুখী দাম্পত্যের আভাস। স্ত্রীকে চুম্বন করতে দেখা যায়, হিরোকে। অন্যদিকে কিয়ারাও সিডকে জড়িয়ে ছিলেন। সবমিলিয়ে এক অদ্ভুত সুন্দর মুহূর্তের সন্ধ্যে ছিল এদিন। লাল পোশাকে অপূর্ব লাগছিলেন কিয়ারা। অন্যদিকে, আবার সিদ্ধার্থও, কালো টপের সঙ্গে লাল প্যান্ট পরে বরাবরের মতোই হ্যান্ডসাম লাগছিলেন। ছবি দেখে পরিচালক করণ জোহর তো ভালোবাসার ইমোজি দিয়ে ছবির প্রতিক্রিয়া জানিয়েছেন। আর এরই সঙ্গে ফ্যানেদের আবেগপ্রবণ প্রশংসা তো রয়েছেই (Siddharth-Kiara)।

   

উল্লেখ্য, 2023 সালের 7 ফেব্রুয়ারি, সিদ্ধার্থ এবং কিয়ারা রাজস্থানের সূর্যগড় প্রাসাদে বিয়ে করেছিলেন। ‘শেরশাহ’ সিনেমার শুটিং চলাকালীন দুজনের মধ্যে প্রেম বাসা বাঁধে। 2022 সালে কফি উইথ করণ সিজন 7 করণ জোহর যখন প্রথমবার সিদ্ধার্থকে সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করেছিলেন। তখন লাজুক সিদ্ধার্থ বলেছিলেন, “উজ্জ্বল ভবিষ্যৎ আসছে,”। ওদিকে কিয়ারাও দুজনের ভালোবাসার ইঙ্গিত জানিয়ে বলেছিলেন, বন্ধুর চেয়ে বেশি তাঁদের সম্পর্ক। অর্থাৎ বিয়ের কখনোই নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে সেভাবে কথা বলতে দেখা যায়নি দুজনকে। যদিও বিয়ের পর সবটাই খুল্লামখুল্লা (Siddharth-Kiara)।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন