Xmas: এ নগরে বড়দিনের আলোয় ‘আই’ জ্বলবে, ব্যান্ডেল-কলকাতাও ম্লান

বড়দিনের আলোয় জ্বলবে চোখ! এ নগরে এমনই আলোক ধাঁধায় মহানগরী কলকাতার বড়দিন উৎসব ম্লান। একদা ফরাসডাঙ্গা-ব্যান্ডেলের ভারত বিখ্যাত আলোক রোশনাই ফিকে পড়ে গেছে। গোয়া-মুম্বই সবাই…

Aizawl

বড়দিনের আলোয় জ্বলবে চোখ! এ নগরে এমনই আলোক ধাঁধায় মহানগরী কলকাতার বড়দিন উৎসব ম্লান। একদা ফরাসডাঙ্গা-ব্যান্ডেলের ভারত বিখ্যাত আলোক রোশনাই ফিকে পড়ে গেছে। গোয়া-মুম্বই সবাই হেরে গেছে। বড়দিনে চমকে দিচ্ছে ছোট্ট পাহাড়ি জনপদ আইজল। আলোকছটায় আইজল জানাল বড়দিনের শুভেচ্ছা।

দেশে খ্রিষ্টান ধর্মাবলম্বী অধ্যুষিত অঞ্চল উত্তর পূর্বাঞ্চলের মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড। সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন ‘আফস্পা’ নিয়ে ক্ষোভ, জঙ্গি হামলা ও জাতিগত সংঘর্ষের এই এলাকাগুলিতে আছে। তবে বড়দিন পালন চলছে রমরমিয়ে।

   

আইজল শহরের বড়দিন উৎসবের ছবি দেখে মুগ্ধ দেশবাসী। শহরের রাজপথে আলোর বন্যা। মিজোরামে চলছে বড়দিনের ছুটি। রাজ্যে বিভিন্ন উপজাতি গোষ্ঠী নিজ নিজ রীতিতে পালন করছেন বড়দিন।

অন্যদিকে বড়দিনে জমজমাট মেঘালয়, নাগাল্যান্ড। দেশি বিদেশি পর্যটকরা এসেছেন। মেঘালয়ের রাজধানী শিলংয়ের চেরি ফুল সমারোহ দেখে মুগ্ধ সবাই। আর নাগাল্যান্ডের রাজধানী কোহিমার গির্জাগুলি ঘিরে চলছে হুল্লোড়। তবে নাগাভূমির ওটিং গ্রামে বিষাদ। ২০২১ সালে বড়দিনের আগে এ গ্রামের তিরিশ জনকে জঙ্গি সন্দেহে গুলি করে মেরেছিল অসম রাইফেলস। ওটিং গ্রামে তাই বিষাদময় বড়দিন।

উত্তর পূর্বের সিকিম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও মণিপুরেও চলছে বড়দিনের অনুষ্ঠান। মণিপুরে যাতে নতুন করে কোনও জাতিগত সংঘর্ষ না ছড়ায় তার জন্য বিশেষ সতর্কতা জারি আছে। মণিপুরে খ্রিষ্টান ধর্মাবলম্বী কুকি উপজাতিদের সাথে মেইতেই উপজাতিদের সংঘর্ষের রক্তাক্ত পরিস্থিতি দেখেছিল দুনিয়া।