Shubhashree Ganguly: মেকআপ ছাড়া কতটা সুন্দর শুভশ্রী?

Shubhashree Ganguly

Shubhashree Ganguly: টলিপাড়ার সুন্দরী অভিনেত্রীদের মধ্যে শুভশ্রী গাঙ্গুলি অন্যতম। একের পর এক হিট সিনেমা এবং ওয়েব সিরিজের মাধ্যমে মানুষের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন নায়িকা। এদিকে রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর পরিচয়, প্রেম ও বিয়ের পর থেকে তো লাইমলাইট পিছু ছাড়েই না। এখন আবার ইউভান, ইয়ালিনি আসার পর থেকে তো ফ্যানদের মধ্যে সেই ক্রেজ বেড়েই চলেছে।

এরই মাঝে এদিন হঠাৎ মেক আপ ছাড়া বুমেরাং বানিয়ে স্টোরি বানালেন শুভশ্রী। কথা উঠল, মেকআপ ছাড়া কতটা সুন্দর নায়িকা। এমনিতেও শুভশ্রীর লিপ সার্জারির পর থেকে ট্রোল তো শুভশ্রীর (Shubhashree Ganguly) পিছু ছাড়ে না। তারপর আবার মেকআপ হীন ওই ছবি দেখে একদল ট্রোলার তো মাথাচাড়া দিয়ে উঠেছেন। এদিনের ছবিতে নায়িকা ইউভানের সঙ্গে মুহূর্ত বন্দি করেছেন। যেখানে ঘরোয়া পোশাকে ছেলের পাশে বসেছিলেন নায়িকা। মুখে ছিল না এক ফোঁটা মেকআপ।

   

তবে, অন্যবারের থেকে এবার যেন আরও ঢের বেশি সুন্দর লাগছিল তাঁকে। তাঁর মুখের চওড়া হাসিতে গ্ল্যামার আরও ফেটে পড়ছিল। সম্প্রতি, ছোট্ট ইয়ালিনিকে বাড়িতে রেখেই ছেলে ইউভান ও স্বামীর হাত ধরে আউটিংয়ে বেরিয়েছিলেন নায়িকা। সেখানেও হালকা মেকআপ আর ওভার সাইজড টি-শার্টে ধরা দিয়েছেন Shubhashree Ganguly।

প্রসঙ্গত, দিন কয়েক আগে ইনস্টাগ্রামে মজার একটি ভিডিও পোস্ট করেন শুভশ্রী। যেখানে নায়িকার পরনে ছিল সাদা রঙের একটি স্যাটিনের শার্ট। ঠোঁটে লিপস্টিক। তবে মুখে কোনওরকম মেকআপ ছাড়াই ক্যামেরার সামনে আসেন তিনি। এরপরই নেটিজেনদের একাংশ শুভশ্রীর মেকআপহীন চেহারা নিয়ে কটাক্ষ করতে থাকেন। বলেছিলেন, ‘মুখ থেকে প্লাস্টিক গলে পড়ছে’। সে কথায় অবশ্য গুরুত্ব দেননি নায়িকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন