Minakshi Mukherjee: পায়ে ক্ষত নিয়ে হাঁটছেন মীনাক্ষী, তৃণমূলেও গুঞ্জন ‘মমতার মতো লড়াকু’

ইনসাফ যাত্রায় হাঁটতে হাঁটতে পায়ে ফোস্কা পড়েছে CPIM যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি (Minakshi Mukherjee) ও সহ-হন্টকদের। সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। ছবি দেখে পুরনো বাম সমর্থক-কর্মীদের…

ইনসাফ যাত্রায় হাঁটতে হাঁটতে পায়ে ফোস্কা পড়েছে CPIM যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি (Minakshi Mukherjee) ও সহ-হন্টকদের। সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। ছবি দেখে পুরনো বাম সমর্থক-কর্মীদের আক্ষেপ যদি বুদ্ধবাবু (বুদ্ধদেব ভট্টাচার্য) শুধু মহাকরণ আর নন্দনে না ঘোরাঘুরি করে একটু রাজ্যজুড়ে হেঁটে বা গাড়ি নিয়মিত ঘুরতেন অথবা চিনতেন তাহলে দলটার ভিত নড়বড়ে হত না।সিপিআইএমের নিচু মহল থেকে উঠছে প্রশ্ন, বুদ্ধবাবু কি আদৌ রাজ্যটা পুরো চিনতেন?

বাম সমর্থকদের বিরাট বিরাট মিছিলে এখন মীনাক্ষী মু়খার্জিই মূল মুখ। কোচবিহার থেকে শুরু হওয়া ‘ইনসাফ যাত্রা’ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রাজনৈতিক চর্চার বিষয়ে। তীব্র কৌতুহল তৈরি হয়েছে মীনাক্ষীকে ঘিরে।

   

মীনাক্ষীকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য আসছে তৃণমূল শিবির থেকেও। একাংশ তৃণমূল নেতা মানছেন ‘মীনাক্ষী মানেই জনজোয়ার’। অনেকেই বলছেন, যেভাবে বাম জমানায় একা মমতা রাজ্য জুড়ে প্রচারের ঝড় তুলতেন্ তার ছায়া দেখা যাচ্ছে মীনাক্ষীর মধ্যে।

সিপিআইএম সহ অন্যান্য বাম দল ও সংগঠনগুলির দাবি সংগঠনই শেষ কথা, ব্যক্তি নয়। মুখ্যমন্ত্রী মমতা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। আর মীনাক্ষীর মতো স্বচ্ছ নেত্রীরা রাজ্যের যুব সমাজের মৌলিক দাবি কর্মসংস্থানের দাবিতে রাস্তায়। তাই যুব সমাজের নেত্রী হয়েছেন মীনাক্ষী মুখার্জি।

পুরনো আমলাদের বেশিরভাগই মনে করেন, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রশাসনিক দিকটি এতটাই মজবুত ছিল যে তিনি সর্বত্র কড়া নজর রাখতেন।  পরবর্তী সময়ে সংস্কৃতি বিষয়ে আচ্ছন্ন বুদ্ধদেব ভট্টাচার্য সেরকম শক্তপোক্ত শাসন পদ্ধতি মেনে নিতে পারেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শুধুমাত্র সাংস্কৃতিক বিষয়ে বিশেষ আগ্রহ দেখতেন। ফলে প্রশাসনিক দিকটি হয়েছিল দূর্বল। দীর্ঘ সময় সরকারে থেকে সিপিআইএমও কুঁড়ে হয়ে গেছিল। কংগ্রেসের যুবনেত্রী মমতা পরে তৃণমূল কংগ্রেস গঠন করে রাজ্য জুড়ে পদযাত্রা ও প্রচারের ঝড় তুলে বাম সরকারকে গদিচ্যুত করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বাম জমানায় তৃ়নমূল নেত্রী মমতার ততকালীন রাজনৈতিক পদযাত্রাগুলির সাথে সিপিআইএম যুবনেত্রী মীনাক্ষীর নেতৃত্বে ইনসাফ যাত্রার সাথে তুল্যমূল্য আলোচনা করছেন। তাদের দাবি, যেভাবে মীনাক্ষী পদযাত্রার ঝড় তুলেছেন তাতে ঢাকা পড়ে গেছে তৃ়ণমূলের দ্বিতীয় শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল তাঁবু খাটানো জেলা সফর। রাজনৈতিক এই বিশ্লেষণ বলছে, বুদ্ধবাবুর অতি নরমপন্থা রাজনীতিতে কুঁকড়ে যাওয়া সিপিআইএম মীনাক্ষীর নেতৃত্বে লাভের গুড় দেরিতে হলেও গায়ে মাখছে। বিশ্লেষণে আরও উঠে আসছে, মীনাক্ষীর দূরে তাকিয়েছেন! কতদূরে? বিরাট মিছিল নিয়ে হাঁটতে  হাঁটতে মীনাক্ষী মুখার্জির জবাব-় এ রাজ্যে বাম শাসন আর মেধা ভিত্তিক নিয়োগ পরিস্থিতি ফেরাবই।