Shrabanti Chatterjee: ফটোশ্যুট থেকে রিল, নিজের দুনিয়ায় মত্ত শ্রাবন্তী

টলিউডের ‘দুজনে’ নামক সিনেমাখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Shrabanti Chatterjee) বর্তমানে রয়েছে রুপালি পর্দার থেকে বেশ দূরে। বর্তমানে তার রুপোলি পর্দার শেষ সিনেমা মুক্তি পেয়েছিল চলতি…

shrabanti-chatterjees-photoshoot

টলিউডের ‘দুজনে’ নামক সিনেমাখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Shrabanti Chatterjee) বর্তমানে রয়েছে রুপালি পর্দার থেকে বেশ দূরে। বর্তমানে তার রুপোলি পর্দার শেষ সিনেমা মুক্তি পেয়েছিল চলতি বছরের জুলাই মাসে, চলচ্চিত্রের নাম ছিল ‘ অচেনা উত্তম’। বেশি গত কয়েক বছর ধরে এই অভিনেত্রী সিনেমা জগতে অভিনয় করা সত্ত্বেও এই সকল সিনেমা তেমন সাফল্যমন্ডিত হয়ে উঠতে পারছে না, তাই তিনি নিজেকে বড় পর্দা থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। 

Advertisements

বর্তমানে তিনি মজে রয়েছেন, তার নানান ফটোশ্যুট এবং জিম নিয়ে। আজকাল তার ইনস্টাগ্রাম একাউন্টে একটি লক্ষ্য রাখলেই দেখতে পাওয়া যাচ্ছে যে, বিভিন্ন দিন তিনি বিভিন্ন রূপে ফটোশ্যট করছেন। তেমনি একটি ফটোশ্যুটের একটি ছোট্ট রিল পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।

বিজ্ঞাপন

সেই রিলে তাকে দেখতে পাওয়া যাচ্ছে, পরনে রয়েছে লাল রংয়ের শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ। গহনা সহযোগে তিনি হয়ে উঠেছেন আদ্যপ্রান্ত ভারতীয় নারী। এই রিলের মাধ্যমে অভিনেত্রী বোঝাতে চাইছেন, ‘ আমি যেমন, আমি তেমনি খুশি’। এই রিল পোস্ট করা মাত্রই লাইক পেরিয়েছে দশ হাজারের উপরে। 

অভিনেত্রী এই রিলে মন্তব্য করে কেউ বলেছেন, ” গর্জিয়াস লেডি”, আবার কেউ অতি ভালোবাসাস্বরূপ বলেছেন, ” ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি ভগবান ভাল রাখুক শ্রাবন্তী চ্যাটার্জীকে এই কামনাই করি ভগবানের কাছে। আমার বাড়ি কামারপুকুর জয়রামবাটি যেখানে মা সারদার বাড়ি। বাবা রামকৃষ্ণ যেন শ্রাবন্তী চ্যাটার্জীকে ভালো রাখে। “