HomeEntertainmentShilpa Shetty:তারকা শিশুর গায়ত্রী মন্ত্র পাঠ দেখে মুগ্ধ নেটিজেনরা 

Shilpa Shetty:তারকা শিশুর গায়ত্রী মন্ত্র পাঠ দেখে মুগ্ধ নেটিজেনরা 

- Advertisement -

কথায় আছে “সৎ সঙ্গে স্বর্গবাস ও অসৎ সঙ্গে নড়কবাস” অর্থাৎ সৎসঙ্গে মিশলে সৎ কিংবা ভালোবাসা কর্ম শিখবে আর অসৎ সঙ্গে থাকলে অসৎ কর্ম কিংবা অসৎ জিনিস শিখবে। তেমনই সৎ কর্মের প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে, বলিউড অভিনেত্রী শিল্পা সেট্টির (Shilpa Shetty) কন্যা সামিশা সেট্টির মধ্যে।

https://fb.watch/gsBXYenV69/

   

ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে, অভিনেত্রী শিশু কন্যা তার মায়ের সাথে বাড়ির বাগানে বসে গায়ত্রী মন্ত্র পাঠ করছেন। অভিনেত্রীর বাড়ির বাগানে উড়ে এসে পড়া এক আহত পাখির জন্য অভিনেত্রীর কন্যা গায়ত্রী মন্ত্র পাঠের দ্বারা ভগবানের কাছে প্রার্থনা করছেন, যাতে সেই পাখি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।

এই ভিডিও দেখে কার্যত মুগ্ধ নেটবাসী। নেটিজেনরা মুগ্ধ হওয়ার সাথে সাথে বহু প্রশংসা করেছেন অভিনেত্রীর কন্যাকে। এই ভিডিওটি নেট দুনিয়ায় পোস্ট হওয়া মাত্রই বহুমাত্রায় শেয়ার করেছে শিল্পার দর্শকেরা। এই ভিডিও দেখে বোঝা যাচ্ছে শিল্পা তার সন্তানদের সুশিক্ষা দিয়ে বড় করে তুলছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular