কোন কারণে বেশিদিন ছবি করেননি Sharmila?

Sharmila: টলিউড থেকে বলিউড বাঙালি কন্যা শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) ছিলেন অন্যতম। সম্প্রতি ছেলে সইফ আলী খানের হাত ধরে কফি উইথ করণে এসেছিলেন তিনি। সেখানেই…

Sharmila

Sharmila: টলিউড থেকে বলিউড বাঙালি কন্যা শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) ছিলেন অন্যতম। সম্প্রতি ছেলে সইফ আলী খানের হাত ধরে কফি উইথ করণে এসেছিলেন তিনি। সেখানেই এক চাঞ্চল্যকর ফাঁস করলরন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)।

জানালেন, নিঃশব্দেই লড়াই চালিয়েছেন ক্যান্সারের বিরুদ্ধে। কেউ জানতেন না। ক্যান্সারের জেরেই ‘রকি অউর রানী কী প্রেম কাহানিতে’ সুযোগ পেয়েও কাজ করতে পারেননি। ছবিতে আলিয়ার ঠাকুমা দামিনী চট্টোপাধ্যায়ের হিসাবে করণের প্রথম পছন্দ ছিলেন শর্মিলা ঠাকুর। তবে শারীরিক অসুস্থতা তাঁকে বাধা দেয়। এবার প্রস্তাব পৌঁছোয় শাবানা আজমির কাছে।

অভিনেত্রীর কথায়, ‘তখন দেশে চারিদিকে ছড়িয়ে পড়েছে করোনা পরিস্থিতি। প্রতিষেধক বেরোয়নি। আমি নিজেও ভ্যাকসিনেটেড ছিলাম না। সবেমাত্র তখন ক্যান্সার জয়ী হয়েছে। আর সে কারণেই রিস্ক নেওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। পরিবারের কেউ চাইনি ওই পরিস্থিতিতে আমি বাইরে বেরিয়ে কাজ করি’।

তবে, এদিন শর্মিলা জানালেন, পরবর্তীতে তিনি করণের ছবিতে কাজ করবেন। এদিকে এরই মধ্যে টলিউডে কাজ শুরু করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। সুমন ঘোষ পরিচালিত ‘পুরাতন’ ছবির হাত ধরে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে সেই ছবির শুটিং করেছেন শর্মিলা ঠাকুর।

উল্লেখ্য, শর্মিলা ঠাকুর ১৯৭০-এর দশকের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা অভিনেত্রীদের একজন। প্রথম সিনেমা সত্যজিৎ রায়ের অপুর সংসার। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তা এই নায়িকা, প্রথমবার ১৯৭৫ সালে মৌসম  চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবং দ্বিতীয়বার ২০০৩ সালে আবার অরণ্যে  অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন। এছাড়াও ১৯৬৯ সালের আরাধনা  চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।