HomeEntertainmentShanaya Kapoor: সঞ্জয় কন্যা শানায়া এবার পা রাখতে চলেছেন রূপালী পর্দায়

Shanaya Kapoor: সঞ্জয় কন্যা শানায়া এবার পা রাখতে চলেছেন রূপালী পর্দায়

- Advertisement -

এবার শোনা যাচ্ছে সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর (Shanaya Kapoor) আসতে চলেছেন সিলভার স্ক্রিনে। দুই বন্ধু অনন্যা পান্ডে এবং সুহানা খান দুজনেরই অভিনয় জগতে পা রাখা সম্পূর্ণ হয়েছে। অনন্যা পাণ্ডে তো এখন বলিউডের সাথে সাথে সাউথ মুভিতে অভিনয় করছেন। উল্টোদিকে শাহরুখ কন্যা সুহানা কিছুদিন আগে শেষ করেছেন তার ওয়েব সিরিজের শুটিং।এবার শোনা গিয়েছিল, করণ জোহরের পরবর্তী ছবিতে দেখা যাবে শানায়াকে। তার আগামী ছবি ‘বেধড়ক’। কিন্তু সেখানেও বাধা। বলিউডের অন্তরে শোনা গিয়েছিল এই ছবির বন্ধ হয়ে যাওয়ার কথা।

এই ছবিতে লক্ষ্য লালওয়ানি, গুরফতেহ পীরজাদার সঙ্গে দেখা যাবে শানায়াকে। এক ত্রিকোণ প্রেমের গল্প আবারও পর্দায় নিয়ে আসতে চলেছন কর্ণ জোহর। ছবির প্রথম লুকও এসে গিয়েছে ইতিমধ্যে। কিন্তু তার পরও বলিপাড়ায় গুঞ্জন, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ শানায়ার ছবির শ্যুটিং। তবে সেই সব জল্পনা উড়িয়ে শানায়ার বাবা সঞ্জয় কাপুর নিজেই একটি সাক্ষাৎকারে বলেন “ছবি হচ্ছে। এই বছরের শেষেই ছবির শ্যুটিং শুরু করবেন শানায়া।”

প্রসঙ্গত কিছুদিন আগে মণীশ মালহোত্রার ফ্যাশন শোতে দেখা গেছিল শানায়াকে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ