জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন ডান্স ইন্ডিয়া ডান্স বিজেতা শক্তি মোহন

Shakti Mohan

“মম চিত্তে নিতে নৃত্যে / কে যে নাচে / তাতা থৈথৈ.. তাতা থৈথৈ”- এই বিখ্যাত গানের কলির মাধ্যমে প্রথম যে শিল্প- সংস্কৃতির কথা মাথায় আসে তা হল নাচ। আজকালকার দিনে, নাচের জগতের বেশকিছু শিল্পীও থাকছেন সর্বদা লাইমলাইটে। তেমনি সর্বদা লাইমলাইটে থাকা এক নিত্য শিল্পী শক্তি মোহনের (Shakti Mohan) আজ জন্মদিন।

শক্তি মোহনের রয়েছে আরও তিন বোন, তারা একত্রে ‘মোহন সিস্টার্স’ নামে পরিচিত। এই নিত্য শিল্পীর মূলত পর্ব জীবন শুরু হয় ২০১২ সালের ডান্স ইন্ডিয়া ডান্সের বিজয়িনী হবার পর থেকে। এরপর থেকে ধীরে ধীরে তার জীবনে কোরিওগ্রাফিরূপে তার পথচলা শুরু হয়।

   

শক্তির নিজস্ব নাচের স্কুল রয়েছে, নাম ‘নৃত্য শক্তি’। স্টার প্লাসে অনুষ্ঠিত হওয়া ‘ডান্স প্লাস’ নামক রিয়ালিটি শোয়ের সিজন ওয়ান থেকে ফোর অবধি বিচারকের আসনে স্থান গ্রহণ করেছিলেন। এই নীতি শিল্পী ২০২০ সালে করণ মালহোত্রা পরিচালিত ‘শামশেরা’ ছবিতে অভিনেতা রণবীর কাপুরের জন্য একটি গানে কোরিওগ্রাফি করেছিলেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন