Aryan Khan: নোরা ফতেহির প্রেমে হাবুডুবু খাচ্ছেন শাহরুখ পুত্র!! ব্যাপারটা কি?

বলিউড মানেই তারকাদের সমাহার আর তাদের নিয়ে কন্ট্রোভার্সি। শোনা যাচ্ছে তা হল, নোরা ফতেহির প্রেমে পড়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan)। এই খবরেই তোলপাড় এখন গোটা বলিউড ইন্ডাস্ট্রি।

Aryan Khan is in love with Nora Fatehi

বলিউড মানেই তারকাদের সমাহার আর তাদের নিয়ে কন্ট্রোভার্সি। তবে বর্তমানে যে খবর শোনা যাচ্ছে তা হল, নোরা ফতেহির প্রেমে পড়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan)। এই খবরেই তোলপাড় এখন গোটা বলিউড ইন্ডাস্ট্রি। একের পর এক ঘটনা সামনে উঠে আসছে।

এই খবর শুনে আপনি নিশ্চয় অবাক হয়েছেন!! রেডিটের দাবি যে আরিয়ান ও নোরার সম্পর্কই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু ফ্যানেদের দাবি যে, এই খবর মোটেও সত্যি নয়। জল্পনা জমাট বেঁধেই এই খবরের আকার নিয়েছে, বলে দাবি করছেন অনেকের। অনেকেই খবরটিকে গুজব বলে এড়িয়ে গেছেন।

   

এক রেডিট ব্যবহারকারীর দাবি যে, আরিয়ান খান ও নোরা ফতেহির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। দুটো ছবিকে কেন্দ্র করে এই খবর আরও ভাইরাল হয়ে উঠেছে। এক মহিলা ফ্যান নোরার সঙ্গে একটি ছবি তুলেছে। সেই একই মহিলা ফ্যান ছবি তুলেছেন শাহরুখপুত্র আরিয়ান খানের সঙ্গে। দুটো লোকেশনই এক। এক ব্যক্তি লেখেন, ‘হঠাৎ করেই নোরা, করণ জোহর ও তাঁর আশেপাশের লোকজনের কাছের লোক হয়ে উঠেছে। এমনকি সম্প্রতি আরিয়ান ও নোরাকে একসঙ্গে ডিনারে যেতেও দেখা গেছে। এমনকী দুবাইয়ে করণের বর্ষবরণের পার্টিতেও দেখা গিয়েছিল নোরাকে।’

একদিকে যেমন এই ছবি দেখে একদল নেটিজেন তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার অন্যদিকে একদল নেটিজেনের মতামত, তাঁরা একসঙ্গে পার্টি করতেই পারে এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাই বলে ৩০ বছরের নোরা ২৫ বছরের আরিয়ানের সঙ্গে সম্পর্কে রয়েছেন, একথা কিছুতেই মানতে নারাজ নেটিজেনদের একাংশ।

এ বিষয়ে অনেকেই লেখেন, ‘প্লিজ বড়দের মতো ভাবো। দুজনকে একসঙ্গে দেখা গেলেই কি তাঁরা প্রেম করছে? ’ অন্য একজন লেখেন,‘এর থেকে কিছুই প্রমাণ হয় না’।

প্রসঙ্গত, আরিয়ান ব্যস্ত তাঁর আগামী ছবি নিয়ে। বলিউডে ডেবিউ করতে চলেছেন আরিয়ান। তবে বাবার পথ অনুসরণ করেননি তিনি। অভিনেতা নয়, পরিচালক হিসাবেই বলিউডে পা রাখছেন আরিয়ান।