বঙ্গললনাদের হার্টথ্রব শন। টেলি-দুনিয়ার হ্যান্ডসাম হ্যাঙ্ক বললে ভুল কিছু হবে না। সেই শন যখন অন্তর্বাসে সামনে আসবেন তখন চোখের নিমেশে তা ভাইরাল হবেই। জন্মদিন পালন করতে বন্ধুদের সঙ্গে গোয়াতে গিয়েছেন টুবাই দা (sean banerjee)। সেখানে গিয়ে সমুদ্রের পাড়ে অন্তর্বাস পরে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যা দেখতে দেখতে ভাইরাল হয়ে যায়।
‘মন ফাগুন’ শুটিং থেকে বিরতি নিয়ে গোয়ায় চুটিয়ে ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন শন। আসলে এবছর ২৪-এ পা দিলেন অভিনেতা। নিরিবিলিতে জন্মদিন পালন করতে প্রিয় দিন বন্ধুর সঙ্গে গিয়েছেন গোয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শনের বার্থডে সেলিব্রেশনের ছবিতে যেখানে অভিনেতা দুধ সাদা শার্ট, প্যান্ট আর টুপি পরে আছেন। জন্মদিনের মধ্যরাতে গোয়ার জনপ্রিয় ফ্যান্সি গ্রিক রেস্ট্রোবারে গিয়েছিলেন শন। বার্থডে সেলিব্রেশনের শুরুতেই কেক কাটতে দেখা যায় অভিনেতাকে। খোলা হয় শ্যাম্পেনের বোতলও।
সুশান্ত অতীত নতুন করে জীবন শুরু করছেন রিয়া
এদিকে ‘মনফাগুন’ সিরিয়ালে নায়িকা সৃজলা গুহর সঙ্গে শনের অসাধারণ কেমিস্ট্রি থেকে চোখ সরাতে পারেন না দর্শকরা। এরই মধ্যে শোনা যাচ্ছে পর্দায় ঋষির সাথে রোম্যান্সের কারণে বাস্তবজীবনে টেলিভিশন অভিনেতা রোহন ভট্টাচার্যের সাথে সম্পর্কে ফাটল ধরেছে পিহু অভিনেত্রী সৃজলার। যদিও সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেতা শন।