Sayantika Banerjee: বিয়ে করছেন নাকি! সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে জবাব সায়ন্তিকার

Sayantika Banerjee

Sayantika Banerjee: ভালোবাসা থাকলে অভিমানও তো থাকবে। একটা বিধানসভায় হেরে সাতটি বিধানসভা মিলিয়ে লোকসভা নির্বাচন জিতে নিতে চেয়েছিলেন। কিন্তু কোনও এক ব্যক্তিগত সমস্যার দরুণ সেই চ্যালেঞ্জ তাঁকে নিতে দেওয়া হয়নি। লোকসভার টিকিট না পেয়ে প্রকাশ্যে এমনটাই বলে বসেছিলেন দর্শকের অভিমানী সায়ন্তিকা।

Advertisements

এবার নায়িকা বেফাঁস আরও এক তথ্য নিয়ে। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যালো, আমার মিডিয়ার সব বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা আমার দয়া করে বিয়ে নিয়ে কোনও ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকুন। এই ধরনের খবরে কোনও সত্যতা নেই। আমি এটা বলব যে, এরকম কিছু হলে আমিই নিজেই সবাইকে খুব খুশি হয়ে জানাব। সামাজিক মাধ্যমে বর্তমানে আলোচনার মতো নানা বিষয় আছে। আমি মিডিয়া পোর্টালগুলোর কাছে অনুরোধ করব, সেগুলোতে জোড় দিন। এই ধরনের খবর ছড়ানো বাদ দিয়ে।’

প্রসঙ্গত, ২০২২ সালে শেষ বারের মতো অঙ্কুশ হাজরার বিপরীতে সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল সায়ন্তিকা ব্যানার্জিকে। কয়েক মাস আগেই বাংলাদেশের জনপ্রিয় নায়ক জায়েদ খানের সঙ্গে সায়ন্তিকার ঘনিষ্ঠ সম্পর্কের খবর শোনা গিয়েছিল। দুই বাংলা জুড়েই তাঁদের প্রেমের খবর ভীষণ ভাবে সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদ মাধ্যমে চাউর হতে দেখা গিয়েছিল। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কয়েকদিন আগের এক সাক্ষাৎকারে সায়ন্তিকা বিয়ের খবর উড়িয়ে নিজের জানিয়েছিলেন, ‘বাবা-মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নন। আমি তো সব সময় মিডিয়া বন্ধুদের বলি পাত্র খুঁজে দিতে, সবাই দেবে বলে; কিন্তু আর দেয় না। আমার তো পাত্র খোঁজার সময় নেই! ২৪ ঘণ্টা বাঁকুড়ায় পড়ে থাকলে কোথা থেকে আমি প্রেম করব?’

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Sayantika Banerjee (@iamsayantikabanerjee)