Saswata Chatterjee: টলিউডের ‘শিয়াল পন্ডিত’ প্রসেনজিৎ আর শাশ্বত ‘মুরগী’! মানে?

Saswata Chatterjee: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি টলিউডের শিয়াল পন্ডিত। আর শাশ্বত চট্টোপাধ্যায় তো মুরগি। বিস্ফোরক দাবি বুম্বা দার প্রাণের বন্ধু রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন? উঠছে প্রশ্ন।…

Saswata Chatterjee

Saswata Chatterjee: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি টলিউডের শিয়াল পন্ডিত। আর শাশ্বত চট্টোপাধ্যায় তো মুরগি। বিস্ফোরক দাবি বুম্বা দার প্রাণের বন্ধু রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন? উঠছে প্রশ্ন। এই মুহূর্তে বাংলা ছবি ছেড়ে এখন হিন্দিতেও সমান পরিমাণে কেরিয়ারে উন্নতি উপভোগ করছেন Saswata Chatterjee। ছবির অফার এলে বেছে, বুঝে শুনে কাজ করতে অভ্যস্ত তিনি। যেকোনো অফারেই হাত লাগান না। অবশ্যই বাংলা ছবির প্রতি তাঁর অমোঘ টান সত্যিই নজর টানে। সবটা জেনেশুনেও শাশ্বতকে নিয়ে এমন উপহাসের কারণ কী?

আরও পড়ুন:  Disha-Mouni: বিকিনি পরে মৌনির সঙ্গে বিশেষ মুহূর্তে দিশা!

আসলে, রচনার দাবি বুম্বা দা ভীষণ বুদ্ধিজিবি মানুষ। কথার মারপ্যাঁচ বোঝেন। তাঁর সঙ্গে কথায় পারা পাহাড়প্রমাণ একটি বিষয়। কাকে কোন কথা কোন সময় বলা উচিত। সবটাই ভীষণ ভালো বোঝেন প্রসেনজিৎ। তাই তিনি টলিউডের শিয়াল পন্ডিত। কিন্ত শাশ্বত চট্টোপাধ্যায় নাকি আগাগোড়াই বুঝে শুনে কাজ করেননি। করলে প্রতিভার জেরে তিনি বলিউডে আরও বড় জায়গা নিতে পারতেন। শাশ্বত তাই অনেকটা দেশি মুরগির মতো। যার স্বাদ স্থানীয় মানুষই বুঝবে। তাই তিনি বাংলার অভিনেতা হয়েই রয়ে গিয়েছেন।

প্রসঙ্গত, বিদ্যা বালানের কাহানি ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের ছোট্ট চরিত্র বব বিশ্বাসও এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল। যে সে চরিত্র এখন সারা দেশের মানুষের মুখে মুখে ঘোরে। এছাড়াও সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারাতে শাশ্বতর অভিনয়ও মনে ধরেছিল দর্শকের। ওদিকে সুশান্তের নায়িকা সঞ্জনাও বলেছিলেন, একমাত্র অভিনেতা (Saswata Chatterjee) শাশ্বত চট্টোপাধ্যায়ের জন্যই তিনি এত ভালো বাংলা বলতে পেরেছেন।