এ বার কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival) নজর কাড়লেন সারা আলি খান। এই বছর তিনি প্রথম যোগ দিলেন কান উৎসবে। কানের লাল গালিচায় সারাকে দেখা গেল অপরূপ সুন্দর রূপে। তিনি পরেন আইভরি রঙের লেহেঙ্গা। সারার পোশাকশিল্পী আবু জানি-সান্দীপ খোসলা। সারা তার সাজপোশাকের ছবি নিজের ইনস্টায় পোস্ট করেন। তাঁর কানের সব ছবি নেট দুনিয়ায় এই মুহূর্তে ভাইরাল।
Advertisements
বলিউডের অভিনেত্রীদের মধ্যে তার সাজসজ্জ্বা নিয়ে চর্চা লেগেই থাকে। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর এবং তা প্রতিদিন বেড়েই চলেছে। অনেক ফ্যানেদের কাছে সারা ‘স্টাইল আইকন।‘
Advertisements
সারা কখনও উগ্র সাজেননি, এবং কানেও তিনি তা বজায় রেখেছেন। ন্যুড মেকআপ বেছে নিয়েছেন, সঙ্গে স্মোকি আই লুক, হাতে ব্রেসলেট। সারার লেহেঙ্গা জুড়ে স্টোনের কাজ। দেখে নিন সেই লুকের ঝলক।


