Sandipta Sen: খোলা আকাশের নীচে প্রেম নিবেদন নায়িকার!

Sandipta Sen: 7 ডিসেম্বর সাত পাক সেরেছেন। গোলাপি রঙের হালকা বেনারসিতে ঘুম কেড়েছিলেন ফ্যানেদের। স্বামী সৌম্যর হাতে হাত রেখে সাত জন্মের অঙ্গীকার করেছিলেন। আর বছর…

Sandipta Sen: খোলা আকাশের নীচে প্রেম নিবেদন নায়িকার!

Sandipta Sen: 7 ডিসেম্বর সাত পাক সেরেছেন। গোলাপি রঙের হালকা বেনারসিতে ঘুম কেড়েছিলেন ফ্যানেদের। স্বামী সৌম্যর হাতে হাত রেখে সাত জন্মের অঙ্গীকার করেছিলেন। আর বছর শুরুতে হল সেই অঙ্গীকারেরই প্রায় এক মাস পূর্তি। তাইতো স্বামীকে জড়িয়ে গাছ গাছালির ভিড়ে নতুন বছরে নতুন জীবন শুরুর আভাস দিলেন নায়িকা সন্দীপ্তা সেন। সূর্যকে সাক্ষী রেখে বললেন হ্যাপি নিউ ইয়ার। অর্থাৎ নায়িকারও সুখের বছর শুরু।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

এদিন স্বামী সৌম্যর কাঁধে মাথা রেখে বছর শুরু করার পরই কিছুটা নিজ ছন্দে মেতে উঠেছিলেন সন্দীপ্তা। মনের আনন্দে নাচতে নাচতে বানিয়ে ফেলেছেন মিষ্টি একটা রিল। যেখানে দেখা গিয়েছে ঘন বনের মাঝে আপন মনে সময় কাটাচ্ছেন নায়িকা। পরনে নীল জিন্স, প্যাস্টেল শেডের জ্যাকেট ও টপ। নায়িকা যে কতটা প্রকৃতি প্রেমী। তা ভালো মতোই বোঝা যাচ্ছে তাঁর নতুন পোস্ট দেখে। তার প্রশংসাও করছেন ভক্তরা।

জানা গিয়েছে, পরিবারের সঙ্গে নতুন বছরের নতুন ট্রিপে গিয়েছেন সন্দীপ্তা সেন। যদিও কোথায় গিয়েছেন সে হদিশ দেননি নায়িকা। তবে ছবি ও ভিডিও দেখে বোঝা গিয়েছে, হয়ত কোনো পাহাড়ি পরিবেশেই বিয়ের পরবর্তী প্রেমের গল্প লিখছেন টলিপাড়ার নব দম্পতি সৌম্য মুখার্জি ও সন্দীপ্তা সেন।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

কাজের ফ্রন্টে, সবেমাত্র ‘হইচই’ (Hoichoi)-তে মুক্তি পেয়েছে সন্দীপ্তার ওয়েব সিরিজ ‘বোধন’ (Bodhon)-র দ্বিতীয় অধ্যায় বোধন ২। বিয়ে হতে না হতেই সেই প্রচারের কাজেই ব্যস্ত হয়ে পড়েছিলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তার একেরপর এক নিত্যনতুন ঝলক।