সফল অস্ত্রোপচার, মুখ্যমন্ত্রীর কড়া নজরে ‘গীতশ্রী’র

ভেঙে যাওয়া ফিমার বোন ঠিক করতে অস্ত্রোপচার করা হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের। কিংবদন্তি গায়িকার অস্ত্রোপচার সফল হয়েছে। করোনার প্রকোপ কাটিয়ে উঠেছেন আগেই। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক…

ভেঙে যাওয়া ফিমার বোন ঠিক করতে অস্ত্রোপচার করা হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের। কিংবদন্তি গায়িকার অস্ত্রোপচার সফল হয়েছে। করোনার প্রকোপ কাটিয়ে উঠেছেন আগেই।

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। অ্যাপোলো হাসপাতাল সূত্রে শিল্পীর স্বাস্থ্য নিয়ে এমনই তথ্য সামনে এল। শিল্পী এখন স্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন বলেও জানা গিয়েছে। শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী।

বয়সজনিত কারণে নানা অসুখে ভুগছিলেন প্রবীণ সংগীতশিল্পী। এর মধ্যেই পড়ে গিয়েছিলেন বাড়িতে। ফিমার বোন ভেঙে গিয়েছিল তাঁর। গত ২৭ জানুয়ারি নবতিপর শিল্পীকে গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখানে কোভিড রিপোর্ট পজিটিভ আসায় দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। পরে করোনামুক্ত হলেও শিল্পীর শারীরিক অবস্থা যেরকম ছিল, তাতে সেসময় অস্ত্রোপচার করা সম্ভব ছিল না।

হাসপাতাল সূত্রে খবর, শিল্পীর ফুসফুস এবং হৃদযন্ত্র আগের থেকে ভাল ভাবে কাজ করছে। শুক্রবার তাঁর কোমরের হাড়ের অস্ত্রোপচার করা হয়। সেই অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছেন গীতশ্রী। খাওয়া-দাওয়াও স্বাভাবিক হয়ে গিয়েছে।