সালমানকে হত্যার ছক হরিয়ানায় ? দীপক গোগালীয়ার গ্রেপ্তারের পর উঠছে প্রশ্ন

শনিবার সালমান খানের বান্দ্রার বাসভবনের বাইরে গুলিবর্ষণ কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল পানভেল সিটি পুলিশ। ধৃতের সংখ্যা বেড়ে হল ৭। অভিযুক্ত দীপক গোগালীয়া ওরফে জনি…

Salman Khan

শনিবার সালমান খানের বান্দ্রার বাসভবনের বাইরে গুলিবর্ষণ কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল পানভেল সিটি পুলিশ। ধৃতের সংখ্যা বেড়ে হল ৭। অভিযুক্ত দীপক গোগালীয়া ওরফে জনি বাল্মীকিকে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয় । ৩০ বছর বয়সী গোগালীয়া লরেন্স বিষ্ণই গ্যাং এর সদস্য ছিলেন বলে অভিযোগ ।

পুলিশের সিনিয়র ইন্সপেক্টর নীতিন ঠাকরে দাবি করেছেন দীপক গোগালিয়ার বিরুদ্ধে দুই শ্যুটারের জন্য থাকার ব্যবস্থা এবং বাইক নিয়ে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে রেকি পরিচালনা করার অভিযোগ রয়েছে। দীপক গোগালিয়া পানভেলের বাসিন্দা, এবং পেশায় ঝাড়ুদার। তিনি হলেন সপ্তম ব্যক্তি যাকে ১৪ এপ্রিলের গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

   

তদন্তে জানা যায় যে গোগালিয়া অভিযুক্তদের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে যোগাযোগ রাখতেন। ডিসিপি (জোন ২) বিবেক পানসারে জানিয়েছেন, “গোগালিয়ার অবস্থান সম্পর্কে লিড পাওয়ার পরে, আমরা ভিওয়ানির এসপি বরুণ সিংগালার সঙ্গে যোগাযোগ করি এবং গোগালিয়াকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় । পানভেল সিটি পুলিশের সাব-ইন্সপেক্টর বিনোদ লাভদে রবিবার ভিওয়ানি আদালত থেকে তার ট্রানজিট রিমান্ড পেয়েছেন।” গোগালিয়াকে ট্রেনে করে নভি মুম্বই আনা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ।