‘ওয়াই+’ সুরক্ষা ভেদ করে সালমানের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেফতার দুই

মুম্বই: ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি, রাজ্য পুলিশের কনস্টেবল এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সার্বক্ষণিক নজরদারি-তবুও সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট হানা দিল ‘অনুপ্রবেশকারী’রা। বলিউড তারকা সালমান খানের…

Salman Khan Security Breach

মুম্বই: ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি, রাজ্য পুলিশের কনস্টেবল এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সার্বক্ষণিক নজরদারি-তবুও সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট হানা দিল ‘অনুপ্রবেশকারী’রা।

বলিউড তারকা সালমান খানের জীবনে অ্যাকশন দৃশ্য যেন কেবল সিনেমার পর্দায় সীমাবদ্ধ নেই। এবার সরাসরি বাস্তবেও খানিকটা থ্রিলার কায়দায় ঘটল ঘটনা—গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অনধিকার প্রবেশের চেষ্টা করলেন দুই ‘অতিথি’, তাও টানা দুইদিন ধরে। শেষ পর্যন্ত দু’জনকেই গ্রেফতার করে মুম্বই পুলিশ।

   

অনুপ্রবেশকারীর তাণ্ডব

ঘটনার কেন্দ্রে রয়েছেন জিতেন্দ্র কুমার সিং (২৩), ছত্তিশগড়ের বাসিন্দা, এবং ঈশা ছাবরা (৩২)। মঙ্গলবার সকালে গ্যালাক্সির সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন জিতেন্দ্র। নিরাপত্তাকর্মীরা তাঁকে সরে যেতে বলতেই মোবাইল ছুড়ে ভেঙে ফেলেন তিনি—ক্যামেরার বাইরে যেন এক রাগী হিরো! পরে সন্ধ্যায় ভবনের এক বাসিন্দার গাড়ি চড়ে ভিতরে ঢুকে পড়েন, কিন্তু তৎপর পুলিশ তাঁকে দ্রুত আটক করে।

এর একদিন পর, বুধবার ভোর ৩.৩০টা নাগাদ ঘটনার রিমেক! এইবার মঞ্চে ঈশা ছাবরা। গেট পেরিয়ে সোজা লিফট অবধি পৌঁছে যান তিনি। একটুর জন্য ‘খান সাহেব’-এর দরজায় পৌঁছনো বাকি, তার আগেই ধরা পুলিশের হাতে।

পুলিশের জিজ্ঞাসাবাদে উভয়েরই একই কথা—“সালমান খানের সঙ্গে দেখা করতেই এসেছিলাম।” কিন্তু আইন বলে, ব্যক্তিগত ভালোবাসা মানেই যে গেট পেরিয়ে ঢুকে পড়া যায় না!

Y+ ক্যাটাগরির নিরাপত্তা পান সলমন Salman Khan Security Breach

উল্লেখযোগ্য, ২০২৩ সালে সালমান খানের বাড়ির সামনে গুলি চালিয়ে ভয় ধরিয়ে দিয়েছিল লরেন্স বিষ্ণোই গ্যাং। তারপর থেকেই অভিনেতার জন্য ‘Y+’ শ্রেণির নিরাপত্তা নিশ্চিত করা হয়। বাড়ির চারপাশে নজরদারি ক্যামেরা, পুলিশি টহল ও বিশেষ রক্ষীরা রয়েছেন সদা প্রস্তুত।

লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে অভিযোগ, ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় তিনি এবং তাঁর গ্যাং সালমানের প্রতি ক্ষুব্ধ। এমনকি এনআইএ-র তালিকায় সালমান রয়েছেন ‘টার্গেট নম্বর ওয়ান’ হিসেবে। এই ঘটনার পর, সালমান নিজের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে একাধিক নিরাপত্তামূলক সংস্কারও করেন।

Advertisements

গত বছর সালমানের ঘনিষ্ঠ বন্ধু ও রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকি গ্যাংস্টারদের গুলিতে প্রাণ হারান। তার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে।

নিরাপত্তার কারণে জীবনটা সীমাবদ্ধ হয়ে গিয়েছে

এক সাম্প্রতিক সাংবাদিক বৈঠকে অভিনেতা নিজেই বলেন, “নিরাপত্তার কারণে জীবনটা সীমাবদ্ধ হয়ে গিয়েছে। বাড়ি থেকে শুটিং আর শুটিং থেকে বাড়ি—এই রুটিনেই আটকে গেছি।”

তবে এই ঘটনার পর প্রশ্ন উঠছে—যেখানে এত কড়া নিরাপত্তা, সেখানেও বারবার কেউ ঢুকে পড়ছে কীভাবে? অনুরাগে অন্ধ হয়ে যদি কেউ লঙ্ঘন করেন আইন, তাহলে তার নাম হয় না আর ভক্ত—হয়ে ওঠেন ‘প্রত্যাশাহীন প্রবেশকারী’।

 

Entertainment: Despite Y+ security, two intruders attempted to enter Salman Khan’s Galaxy Apartment over two days, leading to arrests. Police state they wanted to meet the actor. This incident follows past threats from the Lawrence Bishnoi gang, highlighting ongoing security concerns.