ভাইজানের মুকুটে নয়া পালক, সৌদি আরবে বিশেষ তকমা

মুম্বই: সলমন খানের অনুরাগীর সংখ্যা রীতিমতো অন্য অভিনেতাদের কাছে ঈর্ষণীয়। ফ্যানেদের কাছে তিনি আদরের ‘ভাইজান’ । তবে ৫৬ বছর বয়সী এই অভিনেতার অনুরাগী শুধু ভারতেই…

Joy Awards in Riyadh in Saudi Arabia

মুম্বই: সলমন খানের অনুরাগীর সংখ্যা রীতিমতো অন্য অভিনেতাদের কাছে ঈর্ষণীয়। ফ্যানেদের কাছে তিনি আদরের ‘ভাইজান’ । তবে ৫৬ বছর বয়সী এই অভিনেতার অনুরাগী শুধু ভারতেই নয়, বিদেশেও ছড়িয়ে রয়েছে।

সম্প্রতি সলমন খানের মুকুটে জুড়ল নয়া পালক। সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠিত ‘জয় অ্যাওয়ার্ডস’-এর (Joy Awards in Riyadh in Saudi Arabia) মঞ্চে তাঁকে ‘পার্সোনালিটি অফ দ্য ইয়ার’-এর (Personality of the Year) তকমা দেওয়া হল। রবিবার বিকেলে, নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অনুরাগীদের খবরটি দেন অভিনেতা। প্রসঙ্গত উল্লেখ্য, এই জনপ্রিয় অভিনেতা ইনস্টাগ্রামেও বেশ সক্রিয়।

সলমন খান এদিন একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় একটি ট্রফি ধরা রয়েছে তাঁর হাতে । ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমার ভাই বু নাসের… তোমার সঙ্গে আলাপ হয়ে ভাল লাগল…’। কালো স্যুটে এক্কেবারে নজরকাড়া লাগছিল অভিনেতা। অভিনেতার জয়ের খবর প্রকাশ্যে আসতেই কার্যত উচ্ছ্বসিত হয়ে পড়েন অনুরাগীরা। নানান কমেন্টের মধ্যে দিয়ে তাঁর ফ্যানেরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দেন।

Advertisements

এর আগে, ইন্টারনেটের দৌলতে সলমন খানের একটি ইভেন্ট ভিডিও ভাইরাল হয়ে যায়। যেখানে সলমন খানকে দেখা যায় তিনি বিনীতভাবে জন ট্রাভোল্টারের সঙ্গে পরিচয় করছেন। তিনি বলেন, ‘আমি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি এবং আমার নাম সলমন খান।’ তাঁর অনুরাগীদের এমন নম্র মনোভাব স্পর্শ করে।