Rupam Islam: আবেগঘন রুপম, বললেন ‘তোমাদের জন্যই গেয়েছি’!

Rupam Islam: রুপম ইসলাম আর ফসিলস। যাঁর গানের প্রতিটি বর্ণ বাঙালির রন্ধ্রে রন্ধ্রে আটকে যায়। যাঁর জয় রকের এক ধ্বনিতেই শ্রোতার মন গেয়ে ওঠে, ‘সে…

Rupam Islam

Rupam Islam: রুপম ইসলাম আর ফসিলস। যাঁর গানের প্রতিটি বর্ণ বাঙালির রন্ধ্রে রন্ধ্রে আটকে যায়। যাঁর জয় রকের এক ধ্বনিতেই শ্রোতার মন গেয়ে ওঠে, ‘সে চোরাবালি আজও গ্রাস করছে আমাকে’। আর সেই মানুষটি এত কাছে আসবেন। আর ফ্যানেরা যাবেন না, তা কি হয়। এদিন দমদমের একটি কনসার্টে এসেছিলেন রুপম ইসলাম। সে ভিড় চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। সে ভিড় সামলাতে রীতিমত হিমশিম খেয়েছে পুলিশ ও প্রশাসন।

অজস্র মানুষের ভালোবাসায় আপ্লুত ফসিলস। রকস্টার তাই এদিন কিছু খণ্ডচিত্র সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন। ফ্যানেদের ভালোবাসায় আনন্দে আপ্লুত হয়ে রুপম লিখেছেন, ‘দমদম রোড অবরুদ্ধ। ভিডিওতে দ্যাখা যাচ্ছে আমার গাড়ি ভালবাসার চাপে এক ঘণ্টা আটকে- অনুষ্ঠানস্থল থেকে ৭৫০মিটার দূরে। এবং অন্য ভিডডিওতে- অনুষ্ঠানে আগত শ্রোতা-স্রোতের খণ্ডচিত্র।’

রকস্টারের (Rupam Islam) কথায়, ‘আমি এই ধরনের নিঃশর্ত ভালবাসার জন্য আন্তরিক ‘ধন্যবাদ’ ছাড়া কি বলব। আশা করি সবাই নিরাপদে বাড়ি পৌঁছেছেন। যারা অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারেননি এবং সরাসরি কনসার্টের অংশ হতে পারেননি তাদের জন্য আমি দুঃখিত। কিন্তু আমি কার্যত আপনাদের সবার জন্য গান গাওয়ার চেষ্টা করেছি’।

সবশেষে গায়ক আবারও বলেছেন, “স্টেজে যতক্ষণ ছিলাম, তোমাদের জন্যই গেয়েছি- যদিও অনুষ্ঠান সংক্ষেপিত- প্রবল ভিড়ের চাপে। আমি তবু আশা করব- পরবর্তী অনুষ্ঠান- কালনা এবং কল্যাণীতে দ্যাখা হবে। জয় রক।” অর্থাৎ দমদমের পর এবার কালনা এবং কল্যাণীতে কনসার্ট করবেন রূপম (Rupam Islam)।