Raj-Rudranil: ‘পারফিউম গিফট করার পর হঠাৎ দেখি রাজের চোখে জল’: রুদ্রনীল

২১ শে ফেব্রুয়ারি পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে, জন্মদিনের আগের রাতে সল্টলেকের একটি পাবে ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধব নিয়ে আয়োজন করা হয়েছিল এক পার্টির।…

Raj-Rudranil

২১ শে ফেব্রুয়ারি পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে, জন্মদিনের আগের রাতে সল্টলেকের একটি পাবে ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধব নিয়ে আয়োজন করা হয়েছিল এক পার্টির। যার তদারকির করছিলেন শুভশ্রী। এই পার্টিতে হাজির ছিলেন রাজের মেসকালের বন্ধু রুদ্রনীল। বার্থ-ডে বয়ের জন্য সে নিয়ে গিয়েছিল একটি দামি, পারফিউম। কেননা সে ভালভাবে জানে বন্ধুটি ফিটফাট থাকতে খুব পছন্দ করে।

রুদ্রনীল জানান, ‘রাজকে সুগন্ধি দেওয়া পিছনেও গল্প আছে। রাজ বরাবরের ফিটফাট, শৌখিন। পরিষ্কার জামা-কাপড়, পরিচ্ছন্ন হয়ে থাকা, এ সবগুলো ওর স্বভাব। তখন আমরা মেসবাড়িতে। সুগন্ধি কেনার পয়সা নেই। রাজ তাই মোটা করে পাউডার মেখে থাকত। কেন? যাতে গা দিয়ে ঘেমো গন্ধ না বেরোয়। পোশাকও ময়লা হবে কম। ফিটফাট দেখতে লাগবে। এখন আমরা বয়সে, পেশায় সব দিক থেকেই এগিয়েছি। নিজেরা উপার্জন করছি আগের তুলনায় বেশি। সামনে গরম। নানা কারণে রাজকে বাইরে বেরোতে হবে। যাতে আগের মতোই ফিটফাট থাকে, তাই এই উপকরণ।’

অভিনেতা আরও বলেন, ‘একটা সময় রাজ আর আমি খুব অভাবের মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের খাওয়ার জন্য আলাদা থালা ছিল না। একটি থালার একদিকে আমি। অন্যদিকে রাজ। আমরা এভাবেই খেতাম। দুটো বালিশে আলাদা মাথা রেখে ঘুমব? সেই বিলাসিতার সাধ্যই নেই। মেসবাড়ির একটি খাটে একটিই বালিশ। আমরা ভাগাভাগি করে তাতে মাথা রেখে জেগে জেগেই স্বপ্ন দেখতাম। রাজ সেসব দিনের কথা আজও ভোলেনি। তাই বিশাল আয়োজন, কেক, শ্যাম্পেন-এর মঝে ওর চোখে জল দেখে দেখলাম। তবে ওর চোখে জল দেখ আমি অবাক হয়নি। বুঝতে পারলাম আমরা বন্ধু পুরানো দিনের কথা মনে করা, আবেগে ভাসছে’।