Sonia Gandhi: নিজেকে পূর্ণ সময়ের সভাপতি বলে দাবি সোনিয়ার

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: দীর্ঘ দুই বছর পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হল। এই বৈঠকে আরও একবার দলের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি…

sonia gandhi

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: দীর্ঘ দুই বছর পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হল। এই বৈঠকে আরও একবার দলের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী। দলের ওয়ার্কিং কমিটির নেতাদের সাফ জানালেন, আপাতত আগামী এক বছর তিনিই দলের পূর্ণ সময়ের সভাপতি। ২০২২ এর সেপ্টেম্বর মাসে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন হবে বলেও জানালেন নেত্রী।

শনিবারের ওয়ার্কিং কমিটির বৈঠকে কার্যত নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি সোনিয়ার হাতেই। দলের বিক্ষুব্ধ ২৩ জন নেতাকেও এদের নেত্রী কড়া বার্তা দিয়েছেন। সোনিয়া স্পষ্ট বলেছেন, কারও কোনও বিষয়ে অভিযোগ থাকলে সংবাদমাধ্যমের কাছে সে কথা বলার কোন দরকার নেই। সরাসরি আমাকে সব কিছু বলুন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে। কংগ্রেসের পুনরুজ্জীবনের জন্য সকলকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

এখন প্রশ্ন হল, কেন কংগ্রেস সভাপতি পদে নির্বাচন আরও এক বছরের জন্য স্থগিত রাখা হল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২০২২- এর শুরুতেই চার রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। দলের নতুন সভাপতি নির্বাচন নিয়ে এখনই তাই সময় নষ্ট করার কোনও মানে হয় না। সভাপতি নির্বাচন করতে গিয়ে দলের গোষ্ঠী কোন্দল আরও বাড়তে পারে। বরং ওই চার রাজ্যের নির্বাচনে কিভাবে দলকে নিজের পায়ে দাঁড়ানো করানো যায় সে বিষয়ে মনোনিবেশ করতে চান নেত্রী। সে কারণেই তিনি সভাপতি নির্বাচন আগামী সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছেন।

বছরখানেক ধরে দলের ২৩ জন প্রবীণ নেতা সোনিয়া-রাহুলের বিরুদ্ধে মুখ খুলেছেন। এই দলীয় কোন্দল নিয়ে এদিন বেশ কিছুটা সময় ব্যয় করেছেন সোনিয়া।

এই প্রবীণ নেতাদের গোষ্ঠী জি-২৩কে সোনিয়া বলেন, সংবাদমাধ্যমের সামনে আপনারা কেন কথা বলেন! আপনাদের কিছু বলার থাকলে সরাসরি আমাকে জানান। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে বরং রাজ্যে রাজ্যে কিভাবে কংগ্রেসকে নিজের পায়ে দাঁড়ানো যায় সেদিকে খেয়াল রাখুন। নিজেদের মধ্যে বিবাদ করতে গিয়ে মাঝখান থেকে কংগ্রেস প্রতিটি জায়গায় জমি হারাচ্ছে। আপনাদের মত প্রবীণ নেতাদের উচিত কংগ্রেসকে পুনরুজ্জীবিত করা। কংগ্রেসকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া নয়।