সংসার ভেঙেছে ঋতুপর্নার। সন্তানদের দায়িত্ব নেবেন না সঞ্জয়। এসব কথা মনে আসার আগে একবার গোটা নিউজটা পড়ে দেখুন। স্বামী-সন্তান নিয়ে সুখে ঘর করছেন অভিনেত্রী। এখানে কথা হচ্ছে রিল লাইফের। নানা চরিত্রে অভিনয়ের পর এবার সিঙ্গেল মাদারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্তকে (Rituparna sengupta)। সিনেমার নাম ‘আকরিক’।
বাস্তব জীবনে বহু মেয়েরাই সিঙ্গল মাদারের জীবন যাপন করেন। সমাজের নানা রক্তচক্ষুর সম্মুখীনও হতে হয় তাঁদের। পাশাপাশি থাকে আরও নানা প্রতিবন্ধকতা। সেই সব মা’য়েদের কাহিনি পর্দায় তুলে ধরবেন অভিনেত্রী। আজ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি ‘আকরিক’-এর ঘোষণা করে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলির কোনওটিতে তাঁকে দেখা যাচ্ছে সহ অভিনেত্রী অনুরাধা রায়ের সঙ্গে। আবার কোনও ছবিতে তাঁকে কেক কাটতে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন, ‘আকরিক। একজন সিঙ্গল মাদারের গল্প।’
ডেট ফাইনাল বিয়ের পিঁড়িতে দেব-রুক্মিণী
তবে এখনও পর্যন্ত আকরিক’-এর মুক্তি নিয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, ভালোবাসা দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি ডিজিটাল কার্ড পোস্ট করেছেন প্রসেনজিৎ। সেখানে লেখা, ‘সবিনয় নিবেদন, মহাশয়/ মহাশয়া, বিগত ৩ দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। প্রসনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ আর সবার ভালোবাসা নিয়ে আগামী দিনে পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার টিম হাট্টিমাটিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল নিমন্ত্রণ পত্রের দ্বারা ত্রুটি মার্জনীয়। বিনীত, বিনীতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ে সম্পর্কিত যে কোনও রকম তথ্যের জন্য কোনও রকম লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে।’
প্রসেনজিতের পোস্ট থেকে কিছু স্পষ্ট বোঝা না গেলেও শোনা যাচ্ছে, এটা বাস্তবের কোনো ঘটনা নয়। সিনেমাতেই তারা এমন রূপে আসতে চলেছেন। এটা ওই সিনেমারই অভিনব প্রচারণা। সিনেমাটি পরিচালনা করছেন সম্রাট শর্মা। তবে এর বিষয়বস্তু কী, কবে শুটিং বা মুক্তি, কিছুই প্রকাশ করছেন না সংশ্লিষ্টরা।