প্রাণ বাঁচাতে বাড়িতে তির ও ঠান্ডা পানীয়ের বোতল রাখার পরামর্শ বিজেপি সাংসদের

ফের বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ (Sakshi Maharaj)। এদিন সাক্ষী ফেসবুকে করা এক পোস্টে বলেছেন, আপনারা বাড়িতে ঠান্ডা পানীয়ের বোতল ও…

ফের বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ (Sakshi Maharaj)। এদিন সাক্ষী ফেসবুকে করা এক পোস্টে বলেছেন, আপনারা বাড়িতে ঠান্ডা পানীয়ের বোতল ও তির মজুত রাখবেন। যদি কেউ আক্রমণ করতে আসে বা প্রতিবেশীরা আক্রমণ চালায় সেক্ষেত্রে আত্মরক্ষার্থে এসব জিনিস কাজে লাগবে।

মনে রাখবেন, কারও আক্রমণের শিকার হলে পুলিশ কিন্তু বাঁচাতে আসবে না। নিজেদের প্রাণ বাঁচাতে তাই তৈরি থাকতে হবে। সে সময় এসব জিনিস কাজে লাগবে। একজন সাংসদের মুখে এ ধরনের উস্কানিমূলক মন্তব্য শুনে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা সকলেই একবাক্যে সাক্ষীর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। তবে উন্নাওয়ের এই বিজেপি সাংসদ এ ধরনের বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করতেই অভ্যস্ত।

সাক্ষী তাঁর মন্তব্যে পুলিশ ও প্রশাসনের উপরেও আস্থা রাখতে পারেননি। এভাবে তিনি পুলিশ ও প্রশাসনকেও কাঠগোড়ায় তোলায় বিষয়টি অন্যমাত্রা পেয়েছে। এই বিজেপি সাংসদ বলেছেন, বাড়িতে সব সময় দু-এক বাক্স ঠান্ডা পানীয়ের বোতল ও তির মজুত রাখবেন। মনে রাখবেন আপনারা আক্রান্ত হলে পুলিশ বাঁচাতে আসবে না। বরং তারা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকবে। অন্যদিকে জেহাদিরা তাণ্ডব চালিয়ে চলে যাবে। সব কিছু মিটে যাওয়ার পর পুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে আসবে। তৈরি হবে তদন্ত কমিটি। কিন্তু তাতে লাভ কী হবে। এই পোস্টের সঙ্গে সাক্ষী সংঘর্ষের একটি ছবি পোস্ট করেছেন।

সাক্ষীর এই মন্তব্যে নেটিজেনদের অনেকেই বলেছেন, এই সাংসদ হয়তো বিজেপি সরকারের প্রশাসনিক ব্যর্থতার দিকটিই এভাবে সামনে এনেছেন। দলে সেভাবে গুরুত্ব না পেয়েই তিনি এ ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন।