Rituparna Sengupta: শিব শক্তির মিলনে আন্তর্জাতিক নারী দিবস, যা বললেন ঋতু

Rituparna Sengupta

Rituparna Sengupta: শিব ও শক্তির মিলনেই সৃষ্টির সৌন্দর্য খুঁজে পেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। শিবরাত্রির দিনই আন্তর্জাতিক নারী দিবস পড়ে যাওয়ার বিষয়ে নায়িকা বললেন, ‘শিব আর শক্তির পাশাপাশি অবস্থান। কোনও রকম ভণিতা না করেই বলতে পারি মেয়েরা অনেকগুলো বিষয় একসঙ্গে সামলাতে পারে। ছেলেরা পারে না তা নয়। তবে মেয়েরা এ ক্ষেত্রে একটু এগিয়ে।’

ঋতুপর্ণার মতে, ‘তবে মেয়েদের নিজের সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি। আমি যদি অসহায়, দুর্বল হিসেবে সকলের সামনে নিজেকে জাহির করি, লোকেও ওই চোখেই আমাকে দেখবে। তখন আমাকে ঘিরে তুচ্ছতাচ্ছিল্যের পরিবেশ তৈরি হবে। আমার ভাল লাগা, ইচ্ছা সব আমাকেই দেখতে হবে। না হলে তো কিছুই করা যাবে না। কারও কিচ্ছু এসে-যায় না। সময়ে এক এক করে প্রিয়জন হারিয়ে যাবে। মানুষ আরও বিচ্ছিন্ন হবে। কিন্তু এ নিয়ে যদি সারা ক্ষণ মনখারাপ করি তা হলে নিজেই নিজের বিপদ ডেকে আনব।’

   

নায়িকার চোখে মেয়েদের নিজেদের মর্যাদার বিষয়ে অবগত থাকা অনেক জরুরি। নায়িকাও ভাবেন মর্যাদা নিয়ে। এ প্রসঙ্গে তাঁর দাবি, মানুষের কাছে সব কিছু থাকলেও সে মর্যাদাহীন হলে চলবে না। সংসার আর কাজ দুটোতেই পারদর্শী হতে হবে। নিজেই নিজের জায়গা তৈরি করতে হবে। নিজের সবটা দিয়ে কাজ করতে হবে। মনের যত কান্না আছে সব মুছে হাসি ফিরিয়ে আনতে হবে। এইভাবেই আন্তর্জাতিক নারী দিবসে মেয়েদের স্ব সচেতন হওয়ার বার্তা দিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন