টলিউডে প্রথমবার ঋতুপর্ণার সঙ্গে মুখ দেখাচ্ছে রীতেশ দেশমুখ

এই প্রথম বাংলা ছবিতে কাজ করতে দেখা যেতে চলেছে বলিউড এর অন্যতম জনপ্রিয় অভিনেতা রীতেশ দেশমুখকে (Ritesh Deshmukh)। জনপ্রিয় স্প্যানিশ ছবি ‘জুলিয়াস আইস’-এর বাংলা রিমেকই…

Riteish Deshmukh with rituparna dasgupta

এই প্রথম বাংলা ছবিতে কাজ করতে দেখা যেতে চলেছে বলিউড এর অন্যতম জনপ্রিয় অভিনেতা রীতেশ দেশমুখকে (Ritesh Deshmukh)। জনপ্রিয় স্প্যানিশ ছবি ‘জুলিয়াস আইস’-এর বাংলা রিমেকই তৈরি হচ্ছে “অন্তর্দৃষ্টি” নামক বাংলা ছবিটি। আর সেই ছবিতেই ক্যামিও চরিত্রে দেখা যেতে চলেছে বলিউড অভিনেতা। ছবির পরিচালক হিসাবে দেখা যাবে কবীর লাল কে।

অন্যদিকে, এই ছবিতে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও শন বন্দ্যোপাধ্যায়। ছবিটি মূলত একটি থ্রিলার ছবি।সাথে অভিনয় করতে দেখা যাবে ইন্দ্রজিৎ চক্রবর্তী কেও।এই ছবিটির হিন্দি রিমেকে দেখা যাবে তাপসী পান্নু কে।

Advertisements

এই ছবিটি মোট চারটি ভাষায় প্রকাশিত হবে। এর আগেও অবশ্য রীতেশ দেশমুখ ও ঋতুপর্ণা সেনগুপ্ত কে দেখা গিয়েছিল “ডু নট ডিস্টার্ব ” ছবি। ঋতুপর্ণা সেনগুপ্ত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ”মুম্বইতে এই ছবির শুটিং চলছে এখন। আর আগে দেরাদুনেও শুটিং হয়েছে। এই ছবিতে রীতেশকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। ছবিতে রীতেশ আমার বসের ভূমিকায় রয়েছেন। শুট করার সময় রীতেশের সঙ্গে প্রচুর আড্ডা হয়েছে। দারুণ অভিজ্ঞতা।”