Ritabhari chakraborty Interview: অনুরাগ সঙ্গে প্রেম, আমার অ্যাকচুয়াল বয়ফ্রেন্ড শুনলে রাগ করবে

মুম্বই কলকাতা মিলে টাইট শিডিউল, তারই মাঝে ঋতাভরী চক্রবর্তীর গোপন সব কথা শুনলেন আমাদের প্রতিনিধি। ১. ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’ পর এবার ‘ফাটাফাটি’ একের পর…

Ritabhari chakraborty

মুম্বই কলকাতা মিলে টাইট শিডিউল, তারই মাঝে ঋতাভরী চক্রবর্তীর গোপন সব কথা শুনলেন আমাদের প্রতিনিধি।

১. ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’ পর এবার ‘ফাটাফাটি’ একের পর এক এক্সপেরিমেন্ট করে চলেছেন?

   

থ্যাঙ্কস টু গড। আমি নিজেকে সত্যি খুব লাকি মনে করি, যে পরিচালকরা এমন ধরনের ছবিতে আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন।

২. ‘ফাটাফাট’-তে এক্কেপারে নতুন লুক, চরিত্রটা কেমন?

এখন বলা যাবে না।

৩. ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’ সিনেমায় আপনার লুক কিন্তু অনেকটা ওগাে বধু সুন্দরী’ সিরিয়ালের মতাে। বিষয়টা লক্ষ্য করেছিলেন কি?

হুম… অনেকে বলছেও আসলে শাড়ি-টিপ পরলে আমার মুখের আদলটা ওরকমই লাগে। তবে শবরী আর ললিতার লুকটা কিন্তু একদমই এক নয়।

৪. পুরুষতান্ত্রিক সমাজে মহিলা পুরােহিত বিষয়টা শুধু আন অর্থোডক্স নয়, বিতর্কিত ওবটে। তাে এই চরিত্রায়ন আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল?

খুউব চ্যালেঞ্জিং সংস্কৃত শিখেছি। মন্ত্র মুখস্থ করেছি।পুজোর সমস্ত আচার-উপচার জানতে হয়েছে,যা মােটেও সহজ ছিল না। তবে এটুকু বলব, শবরীর চরিত্রে অভিনয় করতে পেরে আই রিয়েলি ফিল প্রাউড। আসলে বাংলায় কেউ এমন স্ক্রিপ্ট লেখার কথা ভাবেন না। সেখানে আই অ্যাম ভেরি গ্ল্যাড যে, জিনিয়া দি এমন গল্প লিখেছেন। সত্যি বলতে, এখনও আমাদের মানসিকতা মেয়েদের নিয়ে অনেকটাই পিছিয়ে।আজও মেয়েদের পােশাক দিয়ে তাকে জাজ করা হয়। পিরিয়ডসের সময় তার শুদ্ধতা বিচার করা হয়। বিয়ের পর চাকরি কেন করবে তা নিয়ে প্রশ্ন তােলা হয়। এমন কি তিরিশের গণ্ডি পেরােলে কেন বিয়ে করছে না, সেটাও জানতে চাওয়া হয়। এখানে দাঁড়িয়ে মহিলা পুরােহিত নিয়ে স্টোরি করাটা চ্যালেঞ্জিং তােবটেই।

 ৫. তা কী কী মন্ত্র মুখস্থ?

বিয়ে, পুজো সব মিলিয়ে কম নয়। এখনও গড় গড় করে বলে দিতে পারি। শুনবে নাকি?(হাসি)

৬. সানি লিওনের সঙ্গে নেকেডটু’ করার প্ল্যানের কী হল?
অবশ্যই হবে। সানির নেকেডটু’-এর কনসেপ্টটা ভালাে লেগেছিল। কিন্তু ডেট নিয়ে একটা সমস্যা তৈরি হয়। তারপর আমিও বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি। আসলে ‘নেকেড টু’ আমার নিজস্ব প্রােডাকশন, তাই নিজে একটু সময় না পেলে হবে না। তবে এটুকু বলতেপারি, সানি না থাকলেও ‘নেকেডটু’ হবে।

৭.  টলিউডে আপনি প্রথম নায়িকা, যিনি অনুরাগ কাশ্যপ থেকে অনুষ্কাশৰ্মা, কালকি কোচলিন, আয়ুস্মান খুরানা, ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। নিজেকে কতটা স্পেশ্যাল মনে হয়?

স্পেশ্যাল করে তেমন কিছু মনে হয় না।দেখাে আমি একজন অভিনেত্রী, সেখানে দাঁড়িয়েআমি চাইবই ইন্টারন্যাশানালি কাজ করতে। কারণ ক্ষেত্রটাঅনেক বড়াে।

৮. ক্যাটরিনার সঙ্গেফটোশুট, কাজেরবাইরে কথা হত ?

Advertisements

সি ইজ সাচ অ্যা সুইট গার্ল। শুটিংয়ের সময় অনেক গল্প হয়েছে আমাদের মধ্যে। ওর থেকে জানতে পারি, ঋতুপর্ণ ঘােষের সঙ্গে ওর নিয়মিত কথা হত। ঋতুদা নাকি ওকে নিয়ে সিনেমা তৈরি করার কথাও ভেবেছিলেন।

৯. আপনার সােশ্যাল মিডিয়া পােস্টগুলি বেশ সাহসী, আপনার বেশ কয়েকটি ছবিটিও একজন সাহসী মহিলার গল্প বলে।তাে ব্যক্তিগতভাবে ঋতাভরী কতটা সাহসী?

সাহসী কিনা বলতে পারব না। তবে আগে যা বলতে পারতাম না, সেগুলি এখন নির্দ্বিধায় বলে ফেলি।যেমন “ওরে মন ’আমার প্রােডিউস করা যে ফাস্টে বলতে পারিনি। এখন বলি। আবার আমার কাছে একটা তেলের বিজ্ঞাপন এসেছিল, স্ক্রিপ্টটা ছিল মেয়েকে ছেলের বাড়ি থেকে দেখতে আসে । আর মেয়ের হাতের রান্না খেয়ে বর পক্ষর মেয়েকে ভীষণ পছন্দ হয়ে যায়’ আমি শুনেই না করে দিয়েছিলাম। বৌ, নাকি বাড়ির রাধুনি নিতে এসেছে! আমি তাে এই কনসেপ্টটাই সমাজকে দিতেপারব না।

১০. আয়ুস্মানের সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স কেমন?

ওর সঙ্গে তাে আমার বন্ধুত্বই হয়ে গিয়েছে।আমরা চারদিন খুব মজা করে শুটিং করেছিলাম। মিউজিক ভিডিওর একটা সিনে তােমরা দেখবে আয়ুস্মান আমার কপালে কোয়েশ্চেন মার্ক এঁকে দিচ্ছে। ওটা স্ক্রিপ্টেড নয়। ওটা মজা করে করেছিল আয়ুস্মান, যা রেখে দেওয়া হয়।শুটিংয়ে আমি সবাইকে সব প্রশ্ন করতে থাকতাম। তাই ও আমার কপালে প্রশ্নচিহ্ন এঁকে দেয়।

১১. আইএসসি-তে সারা ভারতবর্ষের বাংলা ও ইতিহাসে টপার ছিলেন। ওই পথে কেন গেলেন না?

দেখাে,টপার হওয়ার আগেই আমি অভিনয় শুরু করে দিয়েছিলাম লিলিতা মানুষের কাছেএ ত ভালােবাসা পেয়েছিল যে ওটা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। বলতে পারাে অভিনয়কে ভালােবেসে ফেলেছিলাম।

১২. আপনার হাই প্রােফাইল লাইফস্টাইল নিয়ে টলিউডে নানান রকমের গসিপ চলে।জানেন কি?

আমার সামনে কেউ বলেনি, তবে হ্যা,শুনেছি। আমি একটাই কথা বলতেপারি, আজ আমি যেখানে তারজন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তাই আমাকে নিয়ে গসিপ না করে নিজের লাইফে এদের ফোকাস করা উচিত।

১৩. অনুরাগ কাশ্যপ আপনার বয়ফ্রেন্ড এই গসিপ কতটা সত্যি?

এটা যদি আমার অ্যাকচুয়াল বয়ফ্রেন্ড জানতেপারে, ভীষণ রাগ করবে। আর এ কে-কে আমি ভীষণ ভালােবাসি বন্ধু হিসাবে। ও শুধু আমার নয়, আমাদের ফ্যামিলির কাছের মানুষ। তাইওকে নিয়ে এই গসিপটা শুনতে আমার খারাপই লাগে।।

১৪. তাহলে ঋতাভরীর অ্যাকচুয়াল বয়ফ্রেন্ড কে ?

সেটাতাে এখন বলব না (হাসি)।

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News