Ritabhari Chakraborty: সম্পর্ক নিয়ে চর্চার মাঝে নিজেদের কথা জানালেন ঋতাভরী-তথাগত

ঋতাভরী- তথাগতের (Ritabhari Chakraborty and Dr. Tathagata Chatterje) সম্পর্কে ইতি ! প্রশ্ন উঠছে বারবার।‌ এবার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন ঋতাভরী ও তথাগত। সম্প্রতি, একটি পোস্ট করেন তথাগত। যা ঋতাভরীকে ট্যাগ করেছেন।

Ritabhari Chakraborty and Dr. Tathagata Chatterjee discussing relationships

ঋতাভরী- তথাগতের (Ritabhari Chakraborty and Dr. Tathagata Chatterje) সম্পর্কে ইতি ! প্রশ্ন উঠছে বারবার।‌ এবার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন ঋতাভরী ও তথাগত। সম্প্রতি, একটি পোস্ট করেন তথাগত। যা ঋতাভরীকে ট্যাগ করেছেন।

এই পোস্টে লেখেন, ‘আমার ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আমার পরিবারের মতামতের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আমি একটি উদারপন্থী পরিবারে থেকে এসেছি। যেখানে আমাদের প্রত্যেককে যথেষ্ট জায়গা দেওয়া হয় নিজের বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য।

আমাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে হস্তক্ষেপেও কেউ বিশ্বাস করে না। ঋতাভরীকে তারা সব সময়ই ভালোবাসে। আমরা শান্তিতে আমাদের ব্যক্তিগত জীবনযাপন করছি। দয়া করে আমাদের একা ছেড়ে দিন।’

এই পোস্ট কমেন্ট করেন ঋতাভরী। লেখেন, ‘সমস্ত সংবাদদাতাদের জন্য বলছি, দয়া করে একটু সঠিক খবর নিন এবং হলুদ সাংবাদিকতা বন্ধ করুন। কিছু মর্যাদা রাখুন। শুধু লিখতে হবে বলে কিছু লিখবেন না।’

ছবির জন্য ওজন বাড়িয়েছেন ঋতাভরী। ফাটাফাটি ছবির প্রচারে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একাধিক ছবি। মোটা চেহারার লোকেরা প্রায়শই কটাক্ষের মুখোমুখি হন। তাদের চেহারা নিয়ে বারে বারে কটাক্ষ শুনতে হয়।

কিন্তু, চেহারাটামোটা হবে নাকি রোগা তা পুরোপুরি কারও হাতে নেই। অনেক সময় নানান শারীরিক জটিলতার কারণেও অনেকের ওজন বাড়ে। রোগা হলেই যে সুন্দর আর মোটা হলে কুত্‍সিত- এই ধারণা রয়েছে অনেকের মনে। এটা আমাদের তৈরি করাই সুন্দর্যের বেঞ্চমার্গ।

এই নিয়ে আসছে ঋতাভরীর নতুন ছবি। ‘ফাটাফাটি’-র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। সংলাপ সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। চলতি বছর ১২ মে মুক্তি পাবে ছবিটি। এরই মাঝে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শুরু ঋতাভরীর।