শরীরের দিক দিয়ে সময়টা মোটেও ভাল যাচ্ছে না ঋদ্ধির ( Riddhi Sen ) । করোনার পর পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। আজ তাঁর অপারেশন। অভিনেতার বাবা কৌশিক সেন জানান, ‘ কদিন আগেই পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় ঋদ্ধির। অচমকাই ব্যথা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। ‘
হাসপাতালে সূত্রের খবর, ( Riddhi Sen ) পেটে অসহ্য ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা। গত শনিবার টেস্ট করে জানা যায় কিডনিতে পাথর হয়েছে। দেরি না করেই অস্ত্রোপচার করতে হবে। তার থেকেই এইব্যথা। চিকিৎসকরা জানিয়েছেন, ‘জল কম খাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে অস্ত্রোপচার করা হয়েছে। আগামী দু’দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে অভিনেতাকে। আপাতত রেস্টে থাকতে হবে তাঁকে।
‘এখনও রাস্তার পাশে দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা খাই’
২০১৭ সালে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘নগরকীর্তন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পানঋদ্ধি সেন। তারপরই বলিউড অভিষেক। ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে কাজলের চরিত্রের ছেলে হিসেবে অভিনয় করেন।
হটলুকে অনুরাগীদের কালঘাম ছোটালেন দ্বিতিপ্রিয়া রায়
<
p style=”text-align: justify;”>গত ১১ মার্চ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘সুন্দরবনের বিদ্যাসাগর’। সিরিজে কিংকরের ভূমিকায় অভিনয় করেছেন ঋদ্ধি। ফেসবুকে সিরিজের ছবিও পোস্ট করেছিলেন অভিনেতা।