টলিউডে অভিষেক হতে চলেছে রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty)। প্রযোজক রানের ট্যুইটার এমনই আভাস দিচ্ছে। আজ অভিনেত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে, টুইটে করে রানা লেখেন, ‘শুভ জন্মদিন রিয়া। জীবনের চাকা ঘুরতে থাকুক। কলকাতায় এসে আমাদের সঙ্গে যোগ দাও।’ প্রযোজকের এই ট্যুইটের পরই ছড়িয়েছে জল্পনা। স্টুডিও পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, বাংলা ছবিতে অভিষেক হতে চলেছে অভিনেত্রী।
তবে শুধু জল্পনা নয়। রানে জানিয়েছেন, ‘ দু’দিন হল, আমি পরবর্তী ছবির জন্য রিয়ার সঙ্গে যোগাযোগ করেছি। এখনও চূড়ান্ত কিছুই হয়নি। আমি মনে করি ওঁর কোনও দোষ ছিল না। মুম্বইয়ে তো তেমন কেউ কোনও কাজও দিচ্ছে না রিয়াকে। কলকাতায় ছবি করতেই পারে।” আগামী ছবির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন প্রযোজক।
ঝা চকচকে গ্ল্যামারের দুনিয়ায়, অন্ধকারের কোনও জায়গা নেই। এদুনিয়া বেশিদিন কিছুই মনে রাখে না। তাইতো সুশান্ত এখন অতীত। অতীত রিয়ার সঙ্গে সুশান্তের প্রেম-কাহিনিও। পুরনো স্মৃতি ভুলে নিজেকে নতুন করে মেলে ধরবেন অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রিয়া (Rhea Chakraborty) ফ্যানেদের উদ্দেশ্যে জানান, তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। ২ বছর পর ফিরেছেন কাজে।