Madrasa Commission Scam: মামলা করবই, মমতাকে কড়া বার্তা বাম সাংসদ বিকাশের

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পাহাড় গড়েছে সরকার। প্রাথমিক, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই৷ এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের দুর্নীতি প্রকাশ্যে আসতেই বিক্ষোভে নামল চাকরি…

Bikasharanjan Bhattachary

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পাহাড় গড়েছে সরকার। প্রাথমিক, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই৷ এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের দুর্নীতি প্রকাশ্যে আসতেই বিক্ষোভে নামল চাকরি প্রার্থীরা। সল্টলেকের ইন্দিরা ভবনের সামনে ১১ দিনের মাথায় পড়ল আন্দোলন৷ এদিন বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করলেন সিপিআইএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikasharanjan Bhattacharya)। সরাসরি আক্রমণ শানালেন সরকারের বিরুদ্ধে।

এদিন তিনি বলেন, এই দৃশ্য দেখা যায় না৷ আইনি যা যা সুযোগ আছে সব ব্যবহার করব। তাহলে বুঝতে পারবেন শ্রীমতী তিনি কতবড় অন্যায় করেছেন, অমানবিক কাজ করেছেন। আমাকে দোষ দিয়ে লাভ নেই। মামলা করবই। যদি উনি পারেন ঠেকাবেন৷

সিপিআইএম সাংসদ বলেন, যারা আন্দোলন করছেন, তারা মুখ্যমন্ত্রীর নজরে পড়ছেন না। মুখ্যমন্ত্রী ভাবছেন মামলা সিপিআইএমের আইনজীবীরা করছেন। মামলা করতেই হবে আমাদের৷ আমরা আদালতে যাবো। মাদ্রাসা শিক্ষা একটি স্বীকৃত শিক্ষা। কেন মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে? শুধু মাদ্রাসা নয়, প্রতিটি শিক্ষা ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় সুপরিকল্পিতভাবে ধ্বংস করছেন৷ তার কারণ সরকারী শিক্ষার বেসরকারিকরণে জোর দিতে চান৷

মাদ্রাসা শিক্ষার তুলনা করতে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি প্রসঙ্গ টানেন বিকাশবাবু। তিনি বলেন, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে চুড়ান্ত দুর্নীতি হয়েছে৷ এই মাদ্রাসার ক্ষেত্রেও হয়েছে। প্রয়োজনে মুখ্যমন্ত্রী বিক্ষোভকারীদের কাছে থেকে তথ্য নিয়ে তদন্ত করুন৷ কিন্তু সেই সৎ সাহস তার নেই৷ শিক্ষক নিয়োগপত্র পেয়েছে পরীক্ষায় বসেনি৷ সামগ্রিকটাই দুর্নীতি। আবার উনি নাকি সংখ্যালঘুদের জন্য ভয়ানক চিন্তাভাবনা করেন৷

তাঁর সংযোজন, একটা সরকার যখন দুর্নীতি করে, তখন তারা চায় আমার চারপাশে যারা গুণ্ডামি করছে তাঁদের নিয়োগ দেওয়া হোক৷ যার ফলে যোগ্য হয়েও অনেকে চাকরী পাচ্ছে না৷ এই মানবিকবোধহীন সরকারের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলতে হবে৷