Rashmika Mandanna : জাতীয় ক্রাশকে তীব্র ট্রোলিং; বিধ্বস্ত হয়ে পড়লেন ‘শ্রীবল্লি’

কমবেশি সবাই জানেন দক্ষিণী সিনেমার রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) নামটি।  আগের তুলনায় অনেক গুণ নাম-জশ কুড়িয়ে ফেলেছেন অতিসম্প্রতি মুক্তি পাওয়া ‘পুষ্পা’ ছবির শ্রীবল্লি চরিত্রের দৌলতে।…

rashmika

কমবেশি সবাই জানেন দক্ষিণী সিনেমার রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) নামটি।  আগের তুলনায় অনেক গুণ নাম-জশ কুড়িয়ে ফেলেছেন অতিসম্প্রতি মুক্তি পাওয়া ‘পুষ্পা’ ছবির শ্রীবল্লি চরিত্রের দৌলতে। শীঘ্রই সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মজনু’ ছবি দিয়ে আত্মপ্রকাশ করবেন বলিউডে । তাঁর মোহিনী হাসি দেখে নেটপাড়া একেবারেই কুপোকাত। একাধারে তিনি ভারতের জাতীয় ক্রাশও। এত কিছুর পরেও ট্রোল কিন্ত রশ্মিকার পিছু ছাড়েনি। বলিউড ইন্ডাস্ট্রিতে আসা থেকে বারংবার পড়েছেন তিনি বাজে ট্রোলের মুখে।

সম্প্রতি কোনো এক সন্ধ্যায়, রশ্মিকাকে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে দেখা গিয়েছিল। সেখানে তাঁর কাছে কিছু গরিব বাচ্ছা মেয়ে অর্থ এবং খাবার চাইতে এসেছিল । তিনি ভিক্ষা করা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে গাড়িতে উঠে চলে গিয়েছিলেন মুচকি হেসে। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার সাথে সাথেই নেটপাড়া বাচ্ছাগুলিকে কিছু না দেওয়ার জন্য রশ্মিকার উপর প্রতিবাদ হাঁকিয়ে বসে।

‘অভাবী মানুষকে সাহায্য করার মন না থাকলে বিখ্যাত হওয়ার কোনও মানে নেই’- এমনই প্রতিবাদ আসে নেটনাগরিকদের কাছ থেকে। তাঁরা আবার এও বলেছেন, ‘ জাতীয় ক্রাশের কাছে ওই বাচ্ছা মেয়েগুলোকে দেওয়ার জন্য 10 টাকাও ছিল না’।এমন বিভৎস ট্রোলের দরুন অসঙ্গত রশ্মিকা একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘বলিউডে আশা থেকে এমন পরিস্থিতিতে পড়ছি আমি। এই সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না আমার। আমার চরিত্র আমার ব্যক্তিত্বের উপর এভাবে আঘাত আসতে পারে আমি ভাবিনি।’