মস্তিষ্কের বাম দিক অচল জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের অসংখ্য ভক্ত। পাশাপাশি তার উদ্ভট পোশাক ও আচরণে সমালোচকের সংখ্যাও কম নয়। এই নিয়ে তাকে প্রায়শই কটাক্ষের শিকার হতে হয়।…

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের অসংখ্য ভক্ত। পাশাপাশি তার উদ্ভট পোশাক ও আচরণে সমালোচকের সংখ্যাও কম নয়। এই নিয়ে তাকে প্রায়শই কটাক্ষের শিকার হতে হয়। সম্প্রতি নিজের সম্পর্কে একটি গোপন তথ্য ফাঁস করেছেন তিনি।

ছোটবেলা থেকেই নাকি মাথার সমস্যা রণবীরের। মস্তিষ্কের ডান দিক সক্রিয় হলেও বা দিক বরাবরই দুর্বল। অভিনেতা জানান ছোট থেকেই তিনি বেশ সৃজনশীল। নাচ, গান, আঁকায় দক্ষ। কিন্তু অঙ্ক, গণনা এসব ক্ষেত্রে একদমই ভালো ছিলেননা তিনি।

তাই ছোট থেকেই ভাববেন মস্তিষ্কের বাঁদিকে বোধ হয় শর্ট সার্কিট হয়েছে। ছেলেবেলা থেকেই শিক্ষকদের বলতেন হিরো হবেন। তিনি একদম শেষ বেঞ্চে গিয়ে বসতেন। রণবীর এক সাক্ষাৎকারে বলেন, ” অঙ্ক আর অ্যাকাউন্টসে ভালো ছিলাম না। ছোট থেকেই জানতাম আমি কিসে দক্ষ। সেটাই করতে চেয়েছিলাম। ডান দিক বাঁদিকে রহস্য উন্মোচন করতে গিয়ে রণবীর বলেন, আমি যে ইমোশনাল সেটাও এর প্রমাণ। মস্তিষ্কের ডান দিক বেশি সক্রিয় আমার। তাই অঙ্কে কাঁচা হলেও ক্যারিয়ার নিয়ে সঠিক পথে এগিয়ে চলছে এই অভিনেতা।

এক্ষেত্রে অভিনেতার মন্তব্য, ওসব আমি অন্যদের উপর ছেড়ে দিয়েছি তারাই সব সামলে নেয়। আমি যেটায় দুর্বল সেটা ওরা ঠিক করে দেয়। শুধুই ক্রিয়েটিভ বিষয়টা আমাদের বাঁচিয়ে রাখে। তবে নিজেকে প্রতিষ্ঠিত করতে মস্তিষ্কের ডান দিক যে সহায়তা করেছে তা বলাই বাহুল্য।

অন্যদিকে ইন্ডাস্ট্রিতে কে আর কে নামে পরিচিত বলিউডের কমল আর খান। বিতর্কিত মন্তব্য করে বলিউড তারকাদের সমালোচনা করা তার মূল কাজ। এবার তার নিশানায় রণবীর সিং। এর আগে তার নিশানায় পড়েছে সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার সহ বহু নামিদামি নেতারা।

কে আর কে সুশান্ত সিং এর ক্যারিয়ার নষ্টের জন্য দায়ী করেছে রণবীর সিংকে। ননবীর সিং এর সাম্প্রতিক সিনেমাগুলো এ কারণেই ফ্লপ হয়েছে বলে তিনি দাবি করেছেন। বড়দিনে রণবীর অভিনীত সার্কাস ছবিটি মুক্তি পায়। তবে তা বক্স অফিসে জনপ্রিয়তা লাভ করতে পারেনি। অভিনেতার একের পর এক ফ্লপ হওয়া সিনেমার পেছনে তার কর্মকান্ডকে দায়ী করেন কে আর কে।