Ranu Mondal : প্রকাশ্যে রানু মন্ডলের ‘অতীতজীবন’ ; ‘সতীনে’র নামে ক্ষুব্ধ শিল্পী

সবসময়ই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন রানু মন্ডল (Ranu Mondal)। তার রোজনামচার কাহিনীই উঠে আসে বারবার খবরের শিরোনামে। ইউটিউবাররা তার কাছে গিয়ে যে ভিডিওগুলো করেন, সেগুলোই মুহূর্তের…

Ranu Mondal

সবসময়ই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন রানু মন্ডল (Ranu Mondal)। তার রোজনামচার কাহিনীই উঠে আসে বারবার খবরের শিরোনামে। ইউটিউবাররা তার কাছে গিয়ে যে ভিডিওগুলো করেন, সেগুলোই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তার অদ্ভুত সব কীর্তিকলাপকে অনেকেরই মানসিক ভারসাম্যের অভাব বলে মনে হলেও অনেকেই আবার তার গলার প্রশংসা করেন। নানান রকম ভারসাম্যহীন কথা বলার পাশাপাশি তিনি মাঝে মধ্যে দু’একটি গানের লাইনও গুনগুন করে ওঠেন। তবে শুধু গান নয়, তিনি ইউটিউবার যুবক-যুবতীদের সঙ্গে মজার ছলে মাঝে মাঝে মেতে ওঠেন।

Advertisements

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আবারও এক অদ্ভুত কথা বলেছেন রানু মন্ডল । তিনি বলেছেন, যে তার সতীনের নাম অভিনেত্রী হেলেন। ইউটিউবার যখন রানু মন্ডলকে বাংলাদেশ থেকে আগত ব্যক্তির সঙ্গে বিয়ের বিষয়ে প্রশ্ন করেন, তখন রানু মন্ডল স্পষ্টতই জানিয়ে দেয়, যে বাংলাদেশি ওই যুবকের আরেক বউ আছে, তিনি নাকি অভিনেত্রী হেলেন। এই অদ্ভুত কথা শুনে ইউটিউবার যুবক হাসবেন না কি করবেন নিজেই বুঝতে পারছেন না। তবে এর সাথে রানুদি আরো বলেন যে তিনি নাকি ফরিদপুরের জমিদারের বংশধর, মানে তার দাদু নাকি ফরিদপুরের জমিদার ছিলেন।

বিজ্ঞাপন

তবে ভিডিও শুরুর প্রথমে ইউটিউবার যুবক রানুদিকে ‘এক প্যায়ার কা নাগমা হে’ গানটি গাওয়ার জন্য প্রথমে কিন্তু প্রচণ্ড রেগে গিয়েছিলেন। বলেছিলেন, তিনি গান গাইবেন না। কিন্তু কয়েক মিনিট পরেই একেবারে গলে জল হয়ে যায় রানুদির রাগ । তারপরও তিনি গুনগুন করে গাইলেন তার সেই বিখ্যাত গানটি। সব মিলিয়ে পুরো ভিডিওটির মধ্যে রয়েছে প্রচুর মজা।