সিধুর সুরে এবার গান গাইবে রানু মন্ডল

হিমেশ রেশমিয়ার পর এবার সিধুর সুরে গলা মেলাবেন রানু মন্ডল। খোলা আকাশের নীচে মিঠে রোদে বসে সিদুর গিটারের সুরে সুর মেলালেন রানু। সুরেলা মুহূর্তের এই…

ranu-mondal

হিমেশ রেশমিয়ার পর এবার সিধুর সুরে গলা মেলাবেন রানু মন্ডল। খোলা আকাশের নীচে মিঠে রোদে বসে সিদুর গিটারের সুরে সুর মেলালেন রানু। সুরেলা মুহূর্তের এই ভিডিও ফেসবুকে পোস্ট করে সিধু লেখেন, ‘রানুদির সাথে কাটানো কিছু সময়।’

১৯৬৩ সালে মুক্তি পেয়েছিল প্রদীপ কুমার, বীণা রাই অভিনীত সিনেমা ‘তাজমহল’। সে ছবিতেই ‘জো ওয়াদা কিয়া হ্যায়…’ গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। রোশনের সুরে মহমম্মদ রফির সঙ্গে ডুয়েট গেয়েছিলেন কিংবদন্তি। সেই গানই রানু মণ্ডলের সঙ্গে গাইলেন সিধু।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কিন্ত হঠাৎ কেন রানু মন্ডলের সঙ্গে দেখা করতে গেলেন সিধু। তৈরি হতে চলেছে রানু মন্ডের বায়োপিক। শোনা যাচ্ছে, এই সিনেমায় সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সিধু। তার জেরেই লতাকণ্ঠীর সঙ্গে দেখা করেন তিনি। শুধু তাই নয়। জানা গিয়েছে, সিধুর সুরে সিনেমায় প্লে-ব্যাকও করবেন রানু।

রানাঘাট স্টেশন থেকে সোজা স্বপ্নের নগরী মুম্বাই। লতা মঙ্গেশকরের একটি গান গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান রাণুমন্ডল। মানুষের মুখে মুখে ঘুরতে থাকে তাঁর গানের প্রশংসা। এরপর বলিউড থেকে ডাক। পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে প্লেব্যাক। র‍্যাম্প ওয়ার্ক-লাইমলাইটে উঠে আসেন রানুদি। ঘুরে যায় ভাগ্যের চাকা। কিন্তু বেশিদিন সুখ সহ্য হয় না রানুর। খ্যাতির পাশাপাশি তার বিড়ম্বনাও সইতে হয়েছে রানুকে। কিছুটা নিজের কারণে ফিরতে হয়েছে সেই রাণাঘাটে। এই উত্থান-পতনের কাহিন এবার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক হৃষিকেশ মণ্ডল। রানুদির নাম ভূমিকায় ‘সেক্রেড গেমস’ সিরিজ খ্যাত অভিনেত্রী ঈশিকা দে ।