সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মহা বিপাকে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। টানা কয়েকঘণ্টার জিজ্ঞাসবাদের পর ছেড়ে দেওয়া হলেও মঙ্গলবার ফের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিধানসভায় বিক্ষোভের ঘটনায় ‘গণতন্ত্রের ধ্বংস’ দেখছেন রাজ্যপাল
গত জানুয়ারি মাসে নিজের সোশ্যাল মিডিয়ায় শিকলে আটকা একটি বেজির সাথে ছবি তুলে পোস্ট করেন অভিনেত্রী। এই ছবির ভিত্তিতে তাঁর ওপর বন্য আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। গত মাস থেকেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ১৫ ফেব্রুয়ারি শ্রাবন্তীকে নোটিস পাঠানো হয়।
আরও পড়ুন: Tech News: ইন্টারছাড়াই মিলবে WhatsApp ব্যবহার করার সুযোগ
সোমবারের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ছবিটি অভিনেত্রী নিজের একটি শুটিং ফ্লোরে ক্লিক করেছিলেন। একথা জানার পর তাঁর টিমের বাকিদেরও ডেকে পাঠানো হয়েছে। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের দফতরে হাজির হওয়ার আগে এই জিজ্ঞাসাবাদ যাতে না হয় তার জন্য অরণ্য ভবনে গিয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু এরপরই দফতরে দেখা যায় তাঁকে। টানা ৪ ঘণ্টার জিজ্ঞাসবাদের পর সন্ধ্যে সাড়ে ৬ টা নাগাদ বেরিয়ে যান তিনি। তাঁকে আবার আসতে হবে মঙ্গলবার। পশু প্রেম দেখাতে গিয়ে বড় বিপদে পড়েছেন অভিনেত্রী, মনে করছে বিশিষ্ট মহল।