Election 2022: বিজেপির অহঙ্কার ভেঙে টুকরো করব, হুমকি মৌর্যের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে (Election 2022) বিজেপির (BJP) অহঙ্কার ভেঙে টুকরো করে দেব। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে হুঙ্কার ছাড়লেন সদ্য দলত্যাগী স্বামী প্রসাদ মৌর্য (Swami Prasad…

Election 2022

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে (Election 2022) বিজেপির (BJP) অহঙ্কার ভেঙে টুকরো করে দেব। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে হুঙ্কার ছাড়লেন সদ্য দলত্যাগী স্বামী প্রসাদ মৌর্য (Swami Prasad Maurya)। তিনি যোগীপক্ষ ত্যাগ করেছেন। মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। যোগদান করেছেন বিরোধী দল সমাজবাদী পার্টিতে।

স্বামী প্রসাদ মৌর্য দলত্যাগ করতেই বিজেপির মধ্যে শুরু হয়েছে মহামন্থন। যে একডজন বিধায়ক দলত্যাগের পথে তাদের মধ্যে ৮ জন ইস্তফা দিয়েছেন। শুক্রবার পর্যন্ত ১৫ জনের বিজেপি ত্যাগ নিশ্চিত। এমনই জানাচ্ছেন সমাজবাদী পার্টির নেতারা।

এদিকে বিজেপি ত্যাগ করা বিধায়কদের ভিড়ে সপা প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদবের দমবন্ধ অবস্থা। তাঁর দলে এদেরই সংখ্যা বেশি হতে চলেছে। এতে পুরনো সমাজবাদীরা ক্ষুব্ধ।

দলত্যাগের ছবিতে উত্তর প্রদেশ বিধানসভার ভোটের পরিস্থিতি ঠিক পশ্চিমবঙ্গ ভোটের মতো। এই রাজ্যেও বিধানসভা ভোটের আগে সরকারে থাকা তৃণমূল কংগ্রেস ভেঙে বিধায়করা বিজেপি শিবিরে চলে গেছিলেন। পুরো বঙ্গ বিজেপি হয়ে গেছিল তৃণমূল ত্যাগীদের মঞ্চ। তবে বিজেপি সরকার গড়তে পারেনি। এখন চলছে বিজেপি থেকে ফিরতি স্রোত।

সদ্য সমাজবাদী পার্টি নেতা স্বামী প্রসাদ মৌর্য বলছেন আমার একটাই লক্ষ্য বিজেপিকে হারানো। পশ্চিমবঙ্গে ঠিক এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী টিএমসি ত্যাগ করেন ভোটের আগে। বিজেপিতে যোগ দিয়ে তিনিও বলেছিলেন শুধু মমতা ও টিএমসিকে হারানোই লক্ষ্য। মমতাকে ভোটে হারাতে পারলেন টিএমসি বিপুল জয়ী হয়। শুভেন্দু বর্তমানে পশ্চিমবঙ্গের বিরোধী নেতা।

লখনউয়ের রাজনীতিতে দলত্যাগ স্রোতের মতো এতবড় ধাক্কা বিজেপি আগে খায়নি। পরিস্থিতি অনুধাবন করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দলিত সংযোগ বাড়িয়ে নিতে মরিয়া। বিজেপি সূত্রে খবর, মু়খ্যমন্ত্রী বিজেপির দলিত নেতা, সমর্থকদের সঙ্গে বিশেষ যোগাযোগ শুরু করেছেন। প্রায় নজিরবিহীনভাবে দলিতদের সঙ্গে একের পর খাওয়ার অনুষ্ঠানসুচি তৈরি করছে মুখ্যমন্ত্রীর দফতর। যোগীর এমন অবস্থানে লখনউ সরগরম।