Wake Up Sid 2: রণবীর কাপুর ও কঙ্গনা সেনের অন্যরকম ভিডিও ভাইরাল!

Wake Up Sid 2: ‘তু ঘুথি ম্যায় মক্কর’-এর পর ‘এনিম্যাল’। 2023 সালে বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছেন রণবীর কাপুর। পরবর্তী কাজের জন্য এবার তিনি অতীতকে…

Wake Up Sid 2

Wake Up Sid 2: ‘তু ঘুথি ম্যায় মক্কর’-এর পর ‘এনিম্যাল’। 2023 সালে বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছেন রণবীর কাপুর। পরবর্তী কাজের জন্য এবার তিনি অতীতকে ফিরে দেখবেন। 2009 সালের হিট সিনেমা ‘ওয়েক আপ সিড’-এর সিক্যুয়েলে কাজ করবেন বলে জানা গিয়েছে। জল্পনা বলছে, কঙ্কনা সেন শর্মার সঙ্গে রণবীর কাপুর ম্যাজিক আরও একবার বড়পর্দায় আসছে। ইতিমধ্যে, জনপ্রিয় এই জুটির একটি অন্যরকম ভিডিও-ও সামনে এসেছে, যা রীতিমত চমকে দেওয়ার মতো।

‘ওয়েক আপ সিড’ ছিল পরিচালক অয়ন মুখার্জির পরিচালনায় প্রথম ছবি। রণবীর কাপুর ও কঙ্কনা সেনের সঙ্গে তাঁর প্রথম ছবি আজও লোকের মুখে মুখে ঘোরে। বর্তমানে ছবিটির সিক্যুয়েল নিয়েও আলোচনা চলছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবুও, রণবীর কাপুর ও কঙ্কনার এই ভিডিও দেখে দর্শক প্রায় নিশ্চিত যে Wake Up Sid 2 আসছে। একজন লিখেছেন, “প্রত্যাবর্তন নিশ্চিত।” কারও কথায়, “এই দুই তারকার মধ্যে রসায়ন দারুণ। তাদের একসঙ্গে সিনেমা করা উচিত।”

   

উল্লেখ্য, আসলে কঙ্কনা এবং রণবীরের এই ভাইরাল ভিডিওটি আসলে একটি বিজ্ঞাপন শুটিংয়ের। একটি মোবাইলের বিজ্ঞাপন দিয়েছেন দুজনে মিলে। ব্যাকগ্রাউন্ডে বাজছে ওয়েক আপ সিড সিনেমার গান। রণবীর-কঙ্কণা ছাড়াও বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে শিখা তালসানিয়া ও নমিত দাসকে। তারা দুজনেই কিন্তু Wake Up Sid 2 ছবির একটি অংশও ছিলেন। তাহলে এটি কি একটি ইঙ্গিত! সত্যিই কি ফিরছে 2009 সালের স্মৃতি। তা কয়েকদিনের মধ্যেই জানা যাবে অবশ্য।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by OPPO India (@oppoindia)